৩৬. যার করার কিছুই নেই, তারই ব্যস্ততার ভান বেশি।
এলিস ফ্রিম্যান
৩৭. কর্মহীন জীবন হতাশার কাফন জড়ানো একটি জীবন্ত লাশ।
–ডেল কার্নেগি
৩৮. নেশার সঙ্গে পেশা কৃচিৎ মেলে। না মেলাই ভালো। নিত্য কর্মে নতুনত্বের স্বাদ নেই।
আবদুর রহমান শাদাব
৩৯. কাজ জীবনকে দেয় উপভোগ্যতা।
–আমিয়েল
৪০. কর্ম দুই রকমের হয়–এক অভাবের থেকে হয়, আর প্রাচুর্য থেকে হয়। অর্থাৎ প্রয়োজন থেকে হয় বা আনন্দ থেকে হয়। প্রয়োজন থেকে, অভাব থেকে আমরা যে কর্ম করি, সেই কর্মই আমাদের বন্ধন, আনন্দে যা করি সে তো বন্ধন নয়, বস্তুত সেই কর্মই মুক্তি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪১. উদ্দেশ্যহীন কাজে শ্রেষ্ঠ ক্ষমতার বিকাশ হয় না। লক্ষ্য স্থির হলে লক্ষ্যভেদের কৌশল আয়ত্ত করতে করতে সুপ্ত শক্তি জেগে ওঠে। আব্দুর রহমান শাদাব
৪২. কাজ না থাকলে মানুষের জীবন নিরানন্দ ও অর্থহীন হয়ে উঠত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩. মানুষ যতই কর্ম করছে ততই সে আপনার ভিতরকার অদৃশ্যকে দৃশ্য করে তুলছে, ততই সে আপনার সুদূরবর্তী অনাগতকে এগিয়ে নিয়ে আসছে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. কাজ না করিয়া অনেকে সময় নষ্ট করে সন্দেহ নাই, কিন্তু কাজ করিয়া যাহারা সময় নষ্ট করে তাহারা কাজ নষ্ট করে, সময়ও নষ্ট করে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৫. একজন সত্যিকারের কর্মী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তা হলে দেখা যাবে, সে তার মুখে একটা মাছ নিয়ে উঠে এসেছে।
আরবদেশীয় প্রবাদ
৪৬. কাজ না করার চেয়ে কাজ করে ক্ষতি স্বীকার করাও ভালো।
–এলটিয়াস
৪৭. পরিশ্রমী মানুষের সুখ সবচেয়ে বেশি মাধুর্যমণ্ডিত।
ওল্ড টেস্টামেন্ট
৪৮. দিন ছোট, কিন্তু মানুষের কর্ম ছোট নয়।
স্যামুয়েল রাওল্যাণ্ড
৪৯. যার জীবনে শ্রমের যন্ত্রণা নেই, তার কিছু আশা করা উচিত নয়।
কার্ভেণ্টিস
৫০. আগে কাজ করো, তারপর বিশ্রাম নাও।
রাসকিন
৫১. ভালো কাজের চারটি অভ্যেস? (ক) জরুরি কাজের ফাঁইল ছাড়া অন্যসব ফাঁইল টেবিল থেকে সরিয়ে ফেলুন (খ) গুরুত্ব অনুযায়ী কাজে হাত দিন (গ) সমস্যা এলেই সমাধান করে ফেলুন, সাথে সাথে যদি সিদ্ধান্ত নেয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ থাকে, সিদ্ধান্ত কখনো ফেলে রাখবেন না। (ঘ) সংগঠনের ক্ষমতা থাকতে হবে, কাজ করিয়ে নেয়া ও তার দেখাশোনা করতে হবে।
—ডেল কার্নেগি
৫২. সাধ্যমতো ভালো কাজ করুন। নিজের মতো কাজ করে যান। সমালোচনার পাথর আপনাকে আঘাত দিতে পারবে না। সমালোচকরাই মুখ থুবড়ে পড়ে যাবে।
–ডেল কার্নেগি
৫৩. দক্ষতা অর্জনের পথ হল : (ক) অপরের অভিজ্ঞতা স্মরণ করুন (খ) নিজের উদ্দেশ্য সামনে রাখুন (গ) সাফল্যের জন্য মনকে তৈরি করুন (ঘ) যতটা সম্ভব অভ্যেস করুন।
—ডেল কার্নেগি
৫৪. যে কাজগুলো করা সবসময় সহজ হয় না–
ক্ষমা চেয়ে নেয়া
চেষ্টা চালিয়ে যাওয়া
পুনঃ আরম্ভ করা
ভেবেচিন্তে সব কাজ করা
নিজের ত্রুটি মেনে নেয়া
সুবিবেচক হওয়া
নিঃস্বার্থ হওয়া
ভুল করেও লাভবান হওয়া
উপদেশ নেয়া
ক্ষমা নেয়া ও ক্ষমা করে দেয়া
ভদ্রতা বজায় রাখা
প্রাপ্য নিন্দা মাথায় তুলে নেয়া।
হারবার্ট ক্যাশন
৫৫. আমরা যত কাজ করি তারচেয়ে আরও বেশি করে কাজ আমরা করতে পারি এবং আমরা যত বেশি কাজে ব্যস্ত থাকব, অবসর বিনোদনের সময় আমাদের তত বেশি বেড়ে যাবে।
–হেজেল্টা
৫৬. মস্তিস্ক আমাদের সত্তরবছরে ঘড়ি। জীবন-দেবতা তাতে দম দিয়ে আটকে দেন, ডালা আর চাবিটা তুলে দেন পুনরুত্থানের দেবতার হাতে।
ওলিভার ওয়েন্ডেল হোমস
৫৭. অলস লোকেরা অবসরের আনন্দ পায় না।
–এমিলি ডিকেনসন
৫৮. যে কোনো কাজ করে না–শুধু যে সে-ই অলস তাই নয়, যে ছোটো কাজে আটকে আছে এবং বৃহত্তর ও মহত্তর কাজে যাকে ব্যবহার করা যেত সেও অলস।
–সক্রেটিস
৫৯. অলস হয়ো না;
দুঃখ কোরো না;
তোমারই হবে আলো
রহিবে সবার ঊর্ধ্বে;
হও যদি মুমেনিন।
–আল-কোরআন
৬০. উদ্যোগী হয়ে কোনো কাজ না করলে সে-কাজের সুফল পাওয়া যায় না।
–মার্ক টোয়েন
৬১. বিশ্রাম করলেই আমি অকর্মণ্য হয়ে পড়ি।
–মুসোলিনি
৬২. মহৎ কাজে ব্রতী যারা, তাঁদের আত্মত্যাগী হতে হয়।
ফ্রেডারিক ভন
৬৩. যে শ্রমকে ভালোবাসে, শ্রমের সাধনা সে-ই করতে পারে।
–জে. জি. হল্যান্ড
৬৪. যে-কোনো শ্রমেরই মূল্য আছে।
–লুকাজ
৬৫. শ্রমিকদের উপর ঐ পরিমাণ কাজের দায়িত্ব চাপাবে, যা তারা সুচারুরূপে সম্পন্ন করতে পারে এবং তাদের শক্তি অনুসারে কাজ করতে দেবে, যাতে তাদের ঐরূপ কাজ করতে না হয়–যা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
–আল-হাদিস
৬৬. ভিক্ষা করার চেয়ে যে-কোনো সামান্য পেশাও শ্রেয়।
–হযরত ওমর ফারুক (রা.)
৬৭. যে জাতির মানুষ শ্রমশীল, যাহারা জ্ঞান-সাধনায় আনন্দ অনুভব করে, তাহারাই জগতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে। কর্তব্যজ্ঞানহীন নীতিজ্ঞানশূন্য আলসে মানুষের স্থান জগতে সকলের নীচে থাকে। তাহারা জগতে অবজ্ঞার ভার, অসম্মানের অগৌরব নিয়ে বেঁচে থাকে। জগতের ধনসম্পদ জয় করতে হলে, জীবনের কল্যাণ লাভ করতে হলে পরিশ্রম ও সাধনা চাই।
–ডা. লুৎফর রহমান
৬৮. মজুরের ঘাম শুকাইবার পূর্বে তাহার মজুরি দিয়া দাও।
–আল-হাদিস
৬৯. শ্রম বিনা শ্রী হয় না।
উপনিষদ
৭০. কেউ কেউ পরিশ্রম দ্বারা ভাগ্যকে এমনভাবে ঘোরাতে পারে যা অন্যের নিকট অলৌকিক মনে হবে।