–রবীন্দ্রনাথ ঠাকুর
২১. রাত্রিবেলায় কুৎসিত মেয়ে বলতে কিছু নেই।
–ওভিদ
২২. লণ্ঠনের আলো যতই উজ্জ্বলতা এবং প্রখরতা দান করুক না কেন, মোমের আলোর মতো স্নিগ্ধতা দিতে পারে না।
–টমাস বেডিং ফিল্ড
২৩. আলো বলে, “অন্ধকার তুই বড় কালো।”
অন্ধকার বলে, “ভাই তাই তুমি আলো।”
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. জেনে শুনে ছুটি মোরা আলেয়ার পিছে।
সে আলো নিভিলে তাই কান্নাকাটি মিছে।
–প্রমথ চৌধুরী
২৫. মোমবাতি নিজে যতটুকু আলো পায় তারচেয়ে বেশি বিলিয়ে দেয়।
–এইচ. জি. ভন
২৬. সূর্যের আলো যখন প্রখর হয় তখন চাঁদকে দেখা যায় না।
–জন রে
২৭. আলোর জগৎটাই বর্তমানকালের মানুষের একমাত্র গন্তব্যস্থান হওয়া উচিত।
–উইলিয়াম পিট
২৮. আলো ও বাতাস ছাড়া কুয়াশা কখনো দূরীভূত হয় না।
ভেনোম
২৯. চোখ বন্ধ করলেই তুমি অন্ধকার দেখবে, কাজেই তুমি চোখ খোলা রাখো।
–উইলিয়াম মরিস
৩০. সূর্যাস্তকে পূজা করার চেয়ে সূর্যোদয়কে পূজা করা অধিক বাঞ্ছনীয়।
–ডেভিড গোরিক
৩১. সকালের আলো দেখে সারাদিনের পূর্বাভাস দেয়া যায়। রেজাউর রহমান ৩২. আলো ঈশ্বরের প্রতিচ্ছবি আর আঁধার হল পাপের ছায়া।
বি. সি. রায়
২৮. কাজ ও অবসর
১. সৎ কাজে তোমরা একে অন্যের প্রতিযোগিতা কর।
–আল-কোরআন
২. তিনটি জিনিস মৃত ব্যক্তির পাছে পাছে যায়, তাহার আত্মীয়স্বজন, ধনদৌলত ও কর্ম। উহাদের দুইটি অর্থাৎ আত্মীয়স্বজন ও ধনদৌলত ফিরিয়া আসে এবং একটি অর্থাৎ শুধু কর্মই সঙ্গে সঙ্গে থাকে।
–আল-হাদিস
৩. জীবনভর কাজ করে গেলাম বলে গৌরব করা উচিত নয়, কটা কাজ সুন্দর ও সুচারুভাবে নির্বাহ করলাম তার উপরই কৃতিত্বের দাবি করা উচিত।
রিচার্ড হাডসন
৪. এক মুহূর্ত বিশ্রাম নাও আবার দীর্ঘ এক মাইল দৌড়াও।
–বেনহাম
৫. যুক্তি দ্বারা হয়তো কোনো মানুষেরা মনে বিশ্বাস সৃষ্টি করা যায়, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কাজ করে কেউ কোনোদিন সুখী হতে পারে না।
জনসন
৬. পরিশ্রম এবং বিশ্রাম যমজ ভাই।
–এরিখ সেগাল
৭. যারা কাজ করতে চায় না, তারা কাজ করার পথও খুঁজে পায় না।
অ্যালবার্ট হার্বার্ট
৮. মানুষের কল্যাণের জন্য কৃত প্রতিটি কাজ সম্মানজনক। উইলিয়াম ওয়াটসন ৯. সারা দিনের কাজের শেষে করণীয় বিষয়গুলো হল :
(ক) আজ নতুন কী কাজটি করলেন। (খ) আজ নতুন কী শিখলেন। (গ) আজ কাকে সাহায্য করলেন। (ঘ) আজকের দিনের জন্য বিশেষ মূল্যবান কী কাজটি করলেন।
হারবার্ট ক্যাশন
১০. মানুষ সাতটি লক্ষ্য সামনে রেখে কাজে উৎসাহ লাভ করে, সেগুলো হল :
(ক) লাভের লক্ষ্য। (খ) প্রতিযোগিতার লক্ষ্য (গ) খ্যাতির লক্ষ্য। (ঘ) দেশসেবার লক্ষ্য (ঙ) কর্মে যোগ্যতা প্রদর্শনের লক্ষ্য (চ) স্ত্রী ও সাংসারিক লক্ষ্য (ছ) বিশেষ চরিত্রাধিকারীদের লক্ষ্য
হারবার্ট ক্যাশন
১১. আমাদের জীবন একটি মুহূর্ত আর একটি মুহূর্তেরও কম, কিন্তু এই তুচ্ছ প্রকৃতিরও আছে দীর্ঘতর প্রকাশভঙ্গির তামাশা।
–সেনেকা
১২. আমি পরিশ্রম দিতে জানি, আমার ভয় নেই। আমি জানি, কোন শ্রমিক কোটিপতি হয়েছিল। আমি জানি, পার্সেল বাঁধিয়ে ছেলেটা কী করে ধনী হল। জানি তাদের কথা যারা মাঠের রাখাল থেকে দার্শনিক হল, পঙ্গু হয়েও সম্রাট হল, পদাতিক থেকে সম্রাট হল।
–হারবার্ট ক্যাশন
১৩. পৃথিবীতে অপরকে দিয়ে কাজ করানোর একটিমাত্র উপায় আছে। তা হল, কাজটি সম্পর্কে অপরের আগ্রহ জাগিয়ে তোলা, যাতে সে নিজেই কাজটি করতে চায়।
–ডেল কার্নেগি
১৪. সদিচ্ছা নিয়ে যারা কাজে নামেন তাদের কাছে কেনো কাজই অসম্ভব বলে মনে হয় না।
–জন. হে উড
১৫. ঘুম পরিশ্রমী মানুষকে সৌন্দর্য প্রদান করে।
–টমাস ডেক্কার
১৬. বিশ্রমকে পরিশ্রমের মিষ্টি চাটনি বলা যায়।
–প্লুটার্ক
১৭. যে পরিশ্রম করে, বিশ্রাম তারই জন্য আরামদায়ক।
–বাটলার
১৮. কর্মহীন বার্ধক্য সবচেয়ে বেদনাদায়ক।
–ফিল
১৮. কর্মদক্ষতাই সর্বপেক্ষা বড়গুণ।
দাওয়ানি
২০. আমি শয্যাশায়ী অবস্থাতেও কিছু-না-কিছু কাজ করে যাব।
–ডরোথিয়া ডিকস
২১. চেষ্টা ও কর্মের উপর মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে।
–বায়রন
২২. কর্মনিষ্ঠা মানুষকে সুপরিচিত করে।
মিস্তি
২৩. একটা কাজ করতে গিয়ে যে দশটা কাজ জুড়ে দেয়, সে আসলে কাজ করার পদ্ধতি জানে না।
ডব্লিউ. জি. উইলস
২৪. মানসিক প্রস্তুতি না নিয়ে কাজে নামলে সে-কাজ কখনো সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে না।
ইয়ং
২৫. যে-কাজ করে তৃপ্তি পাওয়া যায়, সে-কাজে আলস্য আসে না।
কুপার
২৬. এই পৃথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো।
স্যামুয়েন্স
২৭. চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না।
স্বামী বিবেকানন্দ
২৮. প্রচারণায় যে বিশ্বাসী নয়, নিঃসন্দেহে সে কাজে বিশ্বাসী।
পিথাগোরাস
২৯. দুনিয়ার সকল চমৎকার ভাবপ্রবণতার চাইতে একটিমাত্র সুন্দর কাজের ওজন বেশি।
জেমস্ রাসেল লেভেল
৩০. কাজের মধ্য দিয়ে সঙ্গী সৃষ্টি হয়।
–গ্যেটে
৩১. তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে।
লুইস মরিস ৩২. কাজে যে নিষ্ঠ, ব্যবহারে যে মার্জিত জীবনে তার উন্নতি হবেই। শিলার ৩৩. কর্মবিমুখ ও কল্পনাবিলাসী লোকেরা সংসারে দুঃখ পায় বেশি।
টমাস ফুলার
৩৪. সেই কাজকেই ভালো বলা উচিত যার পরিণতি ভালো।
–এ. ডব্লিউ. হেয়ার
৩৫. পরিকল্পনাবিহীন কাজে সাফল্য অনিশ্চিত।
ইমারসন