গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল
রাগ: সিন্ধু–কাফি ।। তাল: লাউনি
গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল!
অনুরাগের লাল শারাব মোর
চোখে ঝলে ঝলমল।।
আমার গানের মদির ছোঁওয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেমে-দীওয়ানা
কবির আঁখি ছলছল।।
লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
ফুটে ওঠে আনারকলি
নাচে ভ্রমর রঙ-পাগল।।
সে সুর শুনে দিশেহারা
ঝিমায় গগন ঝিমায় তারা,
চন্দ্র জাগে তন্দ্রাহারা
বনের চোখ শিশির-জল।।
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
দেশ – জয়জয়ন্তী একতালা
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
ভূ-ভারত চাহিছে তোমায়।
ধরিতে ধরার ভাব, নাশিতে এ হাহাকার
আরবার এসো এ ধরায়॥
নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে,
পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,
শঙ্খ-পদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে
তিমিরবিদারী এসো অরুণ-প্রভায়॥
বিদূরিত কারো এই নিরাশা ও ভয়,
মানুশে মানুষে হোক প্রেম অক্ষয়।
কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ,
দেহো বর সুন্দর, শেষ হোক অভিশাপ!
গদা ও চক্র করে অরিন্দম এসো,
হতমান দুর্বল মাগিছে সহায়॥
চম্পক-বরনি টলমল তরণি
গৌড় সারং কাওয়ালি
চম্পক-বরনি টলমল তরণি
চলে শ্যামা তরুণী যৌবন-গরবি।
ডাকে দূর পারাবার ডাকে তারে বনপার,
লালসে ঝরে তার পায়ে রাঙা করবী॥
চলে বালা দুলে দুলে,
এলো-খোঁপা পড়ে খুলে,
চাহে ভ্রমর কুসুম ভুলে
তনুর তার সুরভি॥
নাচের ছন্দে দোদুল
টলে তার চরণ চটুল,
হরিণী চায় পথ-বেভুল,
মায়া-লোক-বিহারিণী রচি চলে ছায়াছবি॥
চারু চপল পায়ে যায় যুবতি গোরী
খাম্বাজ কাহারবা
চারু চপল পায়ে যায় যুবতি গোরী।
আঁচলের পাল তুলে সে চলে ময়ূরপঙ্খি-তরি॥
আয় রে দেখবি যদি ভাদরের ভরা নদী,
চলে কে বেদরদি, ভেঙে বূল গিরি-দরি॥
মুখে চাঁদের মায়া, কেশে তমাল-ছায়া,
এলোচুলে দুলে দুলে নেচে চলে হাওয়া-পরি॥
নয়ন-বাণে মারে প্রাণে, চরণ-ছোঁয়ায় জীবন দানে,
মায়াবিনী জাদু জানে, হার মানে উর্বশী অপ্সরি॥
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
বাগেশ্রী কাহারবা
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো।
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
তোমরা ভোল গো যারে
চিরতরে ভোল তারে,
মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো॥
পুতুল লইয়া খেলা
খেলেছ বালিকা-বেলা,
খেলিছ পরান লয়ে তেমনই পুতুল-খেলা,
ভাঙিছ গড়িছ নিতি হৃদয়-দেবতাকে গো॥
চোখের ভালোবাসা গলে
শেষ হয়ে যায় চোখের জলে,
বুকের ছলনা সে কি নয়ন-জলে ঢাকে গো॥
জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
পেগ্যান
জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
ডেকে যায় আজি তারা, চল রে সুমুখে চল।
পিছু পানে চেয়ে মিছে পড়ে আছি সব নীচে,
চাসনে রে তোরা পিছে অগ্র-পথিক দল॥
চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ,
বর্তমানের পানে মোদের চলবে অরুণ-রথ,
অতীত আজি পতিত রে ভাই, রচব ভবিষ্যৎ
স্বর্গ মোরা আনব, না হয় যাব রসাতল॥
রইব না পিছে পড়ে
অতীতের কঙ্কাল ধরে
বইবে নব জীবন-স্রোত
যৌবন-চঞ্চল।
বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে
বসিব সম আসনে গৌরব-উজ্জ্বল॥
ঝুমকো-লতার চিকন পাতায়
মালবশ্রী-মিশ্র লাউনি
ঝুমকো-লতার চিকন পাতায়
দেখেছি তোমার লাবণি প্রিয়া।
মহুয়া-ফুলের মদির গন্ধে
তোমারই মুখ-মদের অমিয়া॥
শুকতারায় তব নয়নের মায়া,
তমালবনে তারই স্নিগ্ধ ঘন ছায়া,
তাল পিয়ালে হেরি দীহল তনু তব,
ইহুদি দুল দুলে শশী-লেখায় নব,
ডালিম-দানাতে তব গালের লালি,
তোমারই সুরে গাহে পিয়া পাপিয়া॥
তওফিক দাও খোদা ইসলামে
ইমন-মিশ্র পোস্তা
তওফিক দাও খোদা ইসলামে
মুসলিম-জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই হারানো সলতানত
দাও সেই বাহু, সেই দিল্ আজাদ॥
দাও বেদেরেগ তেগ জুলফিকার
খয়বর -জয়ী শেরে-খোদার ,
দাও সেই খলিফা সে হাশমত
দাও সেই মদিনা সে বোগদাদ॥
দাও সে হামজা সেই বীর ওলিদ
দাও সেই ওমর হারুণ-অল-রশিদ,
দাও সেই সালাহ্উদ্দীন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥
দাও সেই রুমী সাদী হাফিজ
সেই জামী খৈয়াম সে তব্রিজ ।
দাও সেই আকবর সেই শাহ্জহান
দাও তাজমহলের স্বপ্ন-সাধ॥
দাও ভায়ে ভায়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ দৃপ্ত মন,
হোক বিশ্ব-মুসলিম এক-জামাত
উড়ুক নিশান ফের যুক্ত-চাঁদ॥
তুমি বর্ষায়-ঝরা চম্পা
সিন্ধু – মিশ্র দাদরা
তুমি বর্ষায়-ঝরা চম্পা,
তুমি যূথিকা অশ্রুমতী।
তুমি কুহেলি-মলিন উষা
তুমি বেদনা-সরস্বতী॥
কদম-কেশর-কীর্ণা
তুমি পুষ্প-বীথিকা শীর্ণা,
হলে ধরণিতে অবতীর্ণা
ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি॥
মন্দস্রোতা মন্দাকিনী
তুমি কি অলকানন্দা,
আঁধারের কালো-কুন্তল-ঢাকা
তুমি কি ধূসর সন্ধ্যা?
পাষাণ-দেবতা চরণে
তুমি মরেছ অমর মরণে,
তুমি অঞ্জলি ঝরা-কুসুমের
তুমি ব্যর্থ ব্যথা-আরতি॥
তোমাদের দান তোমাদের বাণী
দেশ একতালা
তোমাদের দান তোমাদের বাণী
পূর্ণ করিল অন্তর।
তোমাদের রস-ধারায় সিনানি
হল তনু শুচিসুন্দর॥
শান্ত উদার আকাশের ভাষা
মলিন মর্তে অমৃত-পিপাসা
দিলে আনি, দিলে অভিনব আশা
গগন-পবন-সঞ্চর॥
বুলায়ে মায়ার অঞ্জন চোখে
লয়ে গেলে দূর কল্পনালোকে,
রাঙাল কানন পলাশে অশোকে,
তোমাদের মায়া-মন্তর॥
ফিরদৌসের পথ-ভোলা পাখি
আনন্দলোকে গেলে সবে ডাকি,
ধূলি-ম্লান মন গেলে রঙে মাখি
ছানিয়া সুনীল অম্বর॥