বক্তৃতাগুলো দেওয়া হয়েছিল এই বছর জুলাই মাসে। বিশ্বভারতীর বর্তমান উপাচার্য, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা আর অন্য আশ্রমিকেরা এই ধারাবাহিক বক্তৃতা সম্বন্ধে আগ্রহ দেখিয়ে আমাকে আপ্যায়িত করেন। একটি সচেতন পরিবেশে সেই কটি আনন্দিত দিন যাপন এই বইখানির সঙ্গে স্মরণীয় হয়ে রইল। আর স্মরণীয় হয়ে রইল স্বর্গত পণ্ডিতবরের কাছে আমার ঋণ–তার তরফ থেকে এমন আমন্ত্রণ না পেলে বইখানি আদৌ লেখা হত কি না কে জানে, যদিও বিষয়টি সম্বন্ধে চিন্তাভাবনা ও আলাপ-আলোচনা করে আসছি গত ত্রিশ বছর ধরে।
আধুনিক কালে দেশের প্রাণপ্রবাহস্থানীয় এই জাগরণ এক সুবৃহৎ ব্যাপার বিচিত্র ধারা সম্মিলিত হয়েছে এতে। তাই বহুজনের বহু ধরনের অনুসন্ধান ও বিচারের ফলেই এর সম্বন্ধে প্রামাণিক কিছু দাঁড় করানো সম্ভবপর হতে পারে। কিন্তু এই গুরুবিষয়ে আমাদের বুদ্ধিজীবীরা আজ পর্যন্ত তেমন সচেতনতার পরিচয় দেননি। দেশের নবলব্ধ স্বাধীনতা তাদের নতুন তাগিদ দেবে আশা করা যায়।
The Father of Modern India গ্রন্থ, ডক্টর যতীন্দ্রকুমার মজুমদারের রামমোহন ও তাঁর কাল সম্বন্ধে বইগুলো আর স্বর্গত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথা থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। অন্য যেসব বই থেকে তথ্য সংগ্রহ করেছি আলোচনা প্রসঙ্গে সেসবের উল্লেখ করা হয়েছে। সমস্ত পূর্বসূরির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করছি।
প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করেছিলাম ন্যাশনাল লাইব্রেরি থেকে। সেখানকার কর্মীদের সৌজন্য আনন্দের সঙ্গে স্মরণ করছি।
কাজী আবদুল ওদুদ
কলিকাতা
ডিসেম্বর ১৯৫৬
সূচিপত্র
এক
ইউরোপের রেনেসাঁস, বাংলায় রেনেসাঁসের বা নবজাগরণের সূচনা, রামমোহনের প্রথম জীবন, তুহফাতুল মুওহহিদীনের প্রকাশকাল, রামমোহনের কলকাতায় আগমন, সংস্কার-আন্দোলনের সূচনা, রামমোহন-চরিত্র সম্পর্কে উইলিয়ম অ্যাডম, ভট্টাচার্যের সহিত বিচার, নৈতিক উৎকর্ষের দিকে রামমোহনের দৃষ্টি, Precepts of Jesus প্রকাশ, বাদানুবাদ, ধর্মসম্বন্ধে রামমোহনের বিশেষ প্রতিপাদ্য, ইউরোপীয় দর্শন-বিজ্ঞান চর্চার সমর্থন, সংবাদপত্রের স্বাধীনতা সমর্থন, ব্রাহ্মসমাজ স্থাপন, সতীদাহ নিবারণ, নারীর প্রতি সুবিচার সমর্থন, সতীদাহ ও লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক, সমসাময়িকদের উপরে রামমোহনের প্রভাব, আমেরিকায় প্রভাব, রামমোহনের বিলাতগমন, ভারতের শাসনতান্ত্রিক পরিবর্তন সম্পর্কে রামমোহন, রামমোহনের আন্তর্জাতিকতা।
দুই
রামমোহনের পরে ব্রাহ্মসমাজ, ডিরোজিও ও তাঁর শিষ্যদল, ইয়ং বেঙ্গলের বিদ্রোহ, ডিরোজিওর পদত্যাগ, ভারতপ্রেম, ‘ইয়ং বেঙ্গল’ ও রামমোহন, দেবেন্দ্রনাথের ধর্মজীবন, ব্রাহ্মধর্মের ভিত্তিভূমি নির্ণয়, ম্যাক্সমুলরের প্রশংসা, ব্রাহ্মধর্ম সম্পর্কে দেবেন্দ্রনাথ ও রামমোহন, তত্ত্ববোধিনী সভা, বিদ্যাসাগর, বিধবাবিবাহ, বিদ্যাসাগর ও তাঁর যুগ, জনসাধারণের অবস্থা, নীলকরদের দৌরাত্ম, ব্ল্যাক অ্যাক্টস, রামগোপাল ঘোষ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু-ব্রাহ্ম মিলন।
তিন
সিপাহীবিদ্রোহ ও বাঙালি, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীলদর্পণ নাটক, সংস্কৃত নাটকের রূপান্তর, মধুসূদনের অভ্যুদয়, কেশবচন্দ্র, প্রখর নৈতিক চেতনা, কেশবচন্দ্র ও খ্রিস্টধর্ম, বাণীর শিল্পী কেশবচন্দ্র, আচার্য কেশবচন্দ্র, অক্ষয়কুমার ও দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথের হিমালয়ে নির্জনবাস, প্রত্যাবর্তন ও ধর্মপ্রচার, ধর্ম ও সমাজকল্যাণ, দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্রের মতভেদ, ব্রাহ্মসমাজ দ্বিধাভিন্ন, মন্থরগতি ব্রাহ্মদল, কেশবচন্দ্রের অনুবর্তীদের ধর্মোন্মত্ততা, দেবেন্দ্রনাথের সমালোচনা, কেশবচন্দ্রের বিলাত গমন, প্রত্যাবর্তন, নতুন কর্মোদ্যম, নতুন বিবাহবিধি, বিরূপ সমালোচনা, বঙ্কিমচন্দ্রের অ্যুদয়, হিন্দুমেলা, বাংলা নাট্যশালা, সুরেন্দ্রনাথ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইংরেজ ও শিক্ষিত বাঙালিতে বিরোধ, কেশবচন্দ্রের শেষজীবন, ব্রহ্মসমাজ ত্রিধাভিন, কেশবচন্দ্রের মরমী সাধনা, নেতৃত্ব, নববিধান।
চার
ঊনবিংশ শতাব্দীতে বাংলার মুসলমান, অর্থনৈতিক পরিবর্তন, ইংরেজি শিক্ষার প্রতি বিরূপতা, ওহাবি মতের প্রাদুর্ভাব, নবাব আবদুল লতিফের নেতৃত্ব, সৈয়দ আমির হোসেনের শিক্ষাসংস্কার-চেষ্টা, নবজাগরণ ও মুসলমান, দারুল ইসলাম দারুল হরব, মওলানা কেরামত আলির সংস্কারচেষ্টা, আন্জুমান, মুসলিম স্বাতন্ত্র্য।
পাঁচ
হিন্দু জাতীয়তা, শক্তিবৃদ্ধির কারণ, স্যার সৈয়দ, থিওসফি, ইলবার্ট বিল, শশধর তর্কচূড়ামণি, রামকৃষ্ণ পরমহংস, সাধনার বৈশিষ্ট্য, রোমা রোলার মত, আত্মসম্পূর্ণ ভগবৎসাধনা, অবতারত্ব, বিবেকানন্দের প্রথম জীবন, সাধনা, জনগণের উন্নতি সম্বন্ধে মত, আমেরিকায় গমন, আন্তর্জাতিক খ্যাতি, সোহহংবাদ ও প্রেমধর্ম, সংস্কারে আপত্তি, উৎকৃষ্ট চিন্তা ও অসার্থক চিন্তা, বিবেকানন্দ ও রামকৃষ্ণের প্রভাব।
ছয়
ঊনবিংশ শতাব্দীর জাগরণের বিংশ শতাব্দীর রূপ, হিন্দু জাতীয়তার শক্তিবৃদ্ধি, শ্রীঅরবিন্দ, সিস্টার নিবেদিতা, রবীন্দ্রনাথ ও হিন্দু জাতীয়তা, বর্ণাশ্রম ধর্ম, বঙ্গবিভাগ, স্বদেশী আন্দোলন, রবীন্দ্রনাথের জাতীয়তাবোধ ও ধর্মবোধ, বয়কট ও রবীন্দ্রনাথ, হিন্দু-মুসলমানের বিরোধ ও রবীন্দ্রনাথ, বোমা-বিভ্রাট, রবীন্দ্রনাথের নির্দেশ, হিন্দু জাতীয়তা ও মুসলমান, জাগরণধারায় বিঘ্ন, রবীন্দ্রনাথের স্বাস্থ্যভঙ্গ, নোবেল প্রাইজ লাভ, ইউরোপ আমেরিকায় প্রচর, মহাত্মা গান্ধি, বাংলার জাগরণের অপ্রধান ধারা, সাহিত্য ও শিল্প, মুসলমান সমাজে উদার-মানবিকতা, সর্বভারতীয় জাগরণ, মহাত্মা গান্ধির নেতৃত্ব, বাংলার জাগরণের শ্রেষ্ঠ নেতাদের নির্দেশ, জীবন দর্শন হিসাবে তার মূল্য।