২২. স্টার ওয়র্স: ৭৭ এর বক্স অফিস কাঁপানো সায়েন্স ফিকশন মুভি। অনেকগুলো পর্ব আসে। কিন্তু কাহিনী দুর্বল। মুভিমেকিং দুর্দান্ত। ওডিসি সিরিজের প্রভাব আছে এটায়।
২৩.আফ্রিকানার: দক্ষিণ আফ্রিকায় থাকা ডাচ ঔপনিবেশিকদের বংশধর।
২৪.কেপ টাউন বা জোহান্সবার্গ থেকে জুরিখ-আমস্টার্ডাম: কেপ টাউন দক্ষিণ দক্ষিণ আফ্রিকার সিটি। খনি শহর। জোহান্সবার্গ উত্তর-পশ্চিম দক্ষিণ আফ্রিকার শহর। স্বর্ণ খনি। নেদারল্যান্ডের সমুদ্রবন্দর ও বৃহত্তম নগরী আমস্টার্ডাম। অন্যটিও ডাচ শহর। মূলত দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডের দিকে উপনিবেশকারীদের চলে যাওয়া।
২৫.কিম্বার্লি: দঃ আফ্রিকান খনি শহর।
২৬. ডি বিয়ার্স: জগৎবিখ্যাত হীরক কোম্পানি। দক্ষিণ আফ্রিকান।
২৭. রিচার্ড দ্য লায়ন হার্ট আর সালাদিন: কিংবদন্তীর ক্রুসেডার। রিচার্ড ছিলেন খ্রিস্টানদের অধিপতি আর সালাদিন বা গাজী সালাউদ্দিন মুসলিম সেনাপতি। রিচার্ডের অসুস্থতার সময় শত্রু শিবিরে গিয়ে সালাউদ্দিন তাকে ছদ্মবেশে সুস্থ করে এলে তাদের মধ্যে মৈত্রী হয়।
২৮. নিস্ফ : যে দেব-প্রাণী প্রকৃতির সাথে মিশে থাকে। যেমন: কোনো দেবীর নদী বা বন হয়ে থাকা। এ নামে পোকাও আছে।
**প্রাসঙ্গিক টিকা
১. গ্যানিমিড: পুরাণে-খীক ট্রয়ের তরুণ রাজপুত্র যাকে জিউস ঈগলরূপে অপহরণ করে। মহাকাশে-বৃহম্পতির ২৬৩৪ কিমি ব্যাসের উপগ্রহ।
৩. আইওঃ পুরাগে- জিউস প্রেমিকা, নদী দেবতা ইনাকাসের কন্যা। হেরার হাত থেকে বাঁচার জন্য জিউস তার কাছে রাজহাঁস হয়ে আসে মহাকাশে-৪২২০০০ কিমি ব্যাসের বিশাল বৃহস্পতীয় উপগ্রহ।
৪. টাইটান: পুরানে–দানব, মহা দৈত্য মহাকাশে শনির ৫১৫০ কিমির উপগ্রহ।
৫. বৃহস্পতি (জুপিটার): পুরাণে-গ্রীক দেবরাজ জিউসের রোমান নাম। মহাকাশে সবচে বড় গ্রহ এবং একটি গ্যাস দানব।
৬. ক্যারমে: মহাকাশে-বৃহস্পতির ছোট্ট উপগ্রহ।
৭. প্যাসিফা: পুরাণে–সূর্য দেবতার কন্যা। মহাকাশে–বৃহস্পতির আরেক ছোট্ট উপগ্রহ।
৮. হাইপেরিয়ন: পুরাগে- এক টাইটান, সূর্যদেবতা হেলিওস ও চন্দ্র দেবী সেলেনের পিতা। মহাকাশে-শনির বড় চাঁদ।
৯. ফোবস: পুরাণে–পলায়নকারী, অ্যারেসের যুদ্ধ সহযোগী মহাকাশে–মঙ্গলের দুই ছোট চাঁদের মধ্যে সবচে ভিতরেরটা।