কী বললে? বিস্ময়ের এতবড় এক ধাক্কা খেল মুসা, আরেকটু হলে মাথা ঘুরে পড়েই যেত।
হ্যাঁ, ঠিকই শুনেছ তুমি।
ওকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের সামনে এসে দাঁড়ালেন মা। দরজা খুলে দিয়ে বললেন, কী, খুব খুশি লাগছে, না?
ইয়াল্লা! মনে মনে আঁতকে উঠল মুসা।
এ হতে পারে না! কিছুতেই না!
অসম্ভব!
মাথা ঝাঁকালেন মা হাসতে হাসতে।
তোমার নতুন ঘরে তোমাকে স্বাগতম, মুসা।
মা… মা… এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হলো না মুসার পক্ষে।
ওর বিছানা, চেয়ার, টেবিল, বইপত্র সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে গেস্ট রুমে। হা করে তা-ই দেখছে ও। চেহারা আস্ত আহাম্মকের মত।
খুশি হওনি তুমি, মুসা? মার চেহারায় বিস্ময় ফুটল। এই ঘরে থাকবে বলে অন্তত নয়শো নিরানব্বইবার আমার কাছে বলেছ তুমি, বলোনি?
হ্যাঁ, তা… ইয়ে, মা… শেষ করতে পারল না মুসা। হাঁ হয়ে গেল মুখ। ভিতর থেকে চাপা এক দুর্বোধ্য গোঙানি বেরিয়ে এল।