কিন্তু কয়েকটা মুহূর্তের মধ্যে আবার একটা প্রচণ্ড ঝাঁকুনি খেল যেন রাধু। …মায়ের এ-কি চোখ, এ-কি মুখ? সমস্ত মুখ দিয়ে আগুন ছুটছে, দুটো চোখ যেন। জ্বলন্ত কয়লা। শুধু মুখ নয়–মায়ের সমস্ত দেহখানাই যেন ধকধক করে জ্বলছে।
…ভেবেছিলাম ক্ষমা করেছি, ক্ষমা করব…ক্ষমা করিনি…ক্ষমা করব না।
খুব অস্ফুট স্বরে যেন টুকরো টুকরো আগুন ছড়াতে ছড়াতে বামাসাধিকা ঘর থেকে বেরিয়ে গেল।
Page 14 of 14