ছুটতে ছুটতে স্কুলের মাঠে এল বিলু।
এই দিকটা একেবারেই ফাঁকা। কোথাও কেউ নেই। দূরে গুলির শব্দ হচ্ছেই। মানুষের চিৎকার চেঁচামেচি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে।
হাঁপাতে হাঁপাতে বিলু এসে পতাকার খুঁটিটা দুহাতে আঁকড়ে ধরল।
কয়েক মুহূর্ত মাত্র, তারপরই বিলুর চারপাশ থেকে অজস্র বুট পরা পা এগিয়ে আসতে লাগল এই মাঠের দিকে।
বিলু মনে মনে বলল, যত মেলেটারিই আসুক, জীবন থাকতে আমার কাছ থেকে স্বাধীন বাংলাদেশের পতাকা কেউ ছিনাইয়া নিতে পারব না।
Page 34 of 34