Site icon BnBoi.Com

যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে – আসাদ চৌধুরী

Asad Chowdhury

যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে

মধ্যযুগ
মুখ চুন করে
দুহাতে পাঁজর চেপে
ফিরে যাচ্ছে নিজ অন্ধকারে।
নীল গগনের ললাটে চন্দন ছিল,
সেখানে হংসমিথুন নয়
বীরদর্পে পাক খাচ্ছে কয়েকটা শকুন
কাকাতুয়ার মতন অনর্গল কলকল,
‘ক্ষমতা, ক্ষমতা…’

যেতে যেতে
হঠাৎ কী মনে করে
ফিক করে হেসে
মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে।

কে দেখেছে, কে দেখেছে,
দাদারা দেখেছে
দিদিরা দেখেছে…

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৬, ২০১১

Exit mobile version