রুবাইয়াৎ – ০১
১
বিজন বনে জীর্ণ ঘরে একখানা বই কবিতার
সান্কি ভরা পান্তা দিও কলসি ভরা মদের খার
আমার সাথে গাইবে যদি পল্লীগীতি সন্ধ্যা পর-
সেটাই আমার স্বর্গ হবে নিজের গড়া জীর্ণ দ্বার।
২
যখন তুমি ঘুঙ্গুর পায়ে নাচবে সবার মাঝ
ঘুরবে মাঠে দেখবে সবাই তোমার যতো সাজ
টুকটুকে সেই চরণ যখন ছুঁবে আমার ঘাট
হঠাৎ করেই উল্টে দিও তোমার হাতের তাজ।
৩
আমার কাছে জানবে তুমি দুনিয়ার তত্ত্ব জ্ঞান
স্রোতের মাঝে আছি আমি শেওলা সম বিদ্যমান
জানি না তো কোথায় যাবো বাতাস বয় কোন দিকে
জানি না তো স্রোতের গতি কোন বা পথে বহমান।
৪
এক লহমা সময় আছে ধ্বংস হতে তোমার হাতে
এরই মাঝে ভোগ করে নাও দুনিয়াদারী একসাথে–
সন্ধ্যা দেখো আসছে তেড়ে দম নেবার সময় নাই
সকাল বেলা ধরতে হবে খেয়া তরী সবার সাথে।
৫
দরজা চিনি খুলতে নারি সে কথা কেউ জানো না
কোথা আছে আমার সাথী তাকে আমি দেখছি না
তোমার আমার গোপন কথা আছে আমার এ ঘটে
তুমি আমি কোথায় থাকি সে কথা কেউ জানে না।
৬
খোদা যদি মত নিত মোর জন্ম মৃত্যুর ব্যাপারে
সাথে সাথেই বিদায় দিতাম জন্মদিনের আসরে
যদিও আমার আছে কিছু না-জানা সব পাপাদি
তাইতো আমি জানছি আজি জন্ম আমার রিক্তরে।
৭
আমায় যিনি গড়েন তিনি পুতুল গড়ায় সিদ্ধ
আপন মনে গড়ে তিনি যদিও বেজায় বৃদ্ধ
নষ্ট সৃষ্টি ফেলেন ভেঙে ‘সৃষ্টি সুখের উল্লাসে’
নিজের মনে গড়েন যিনি নন তো তিনি বদ্ধ।
৮
আমার কাছে শোন এখন এই দুনিয়ার তথ্যজ্ঞান
সণ্ড নামে এক ষাঁড়ের ঘাড়ে জগবন্ধু করেন ধ্যান
ছুটছে দেখো আকাশ পথে সপ্তঋষি আর জুপিটার
কিন্তু দেখো ফাঁক কতো আমার বাড়ি বা গোরস্থান।
৯
আমার সাথী বলেন হেঁকে শিরদাঁড়াটি খাড়ে করে-
আমার মাটি বেজায় খাঁটি ঘরে আমি যাবো ফিরে
যিনি গড়েন ভুলের বসে তাকে আরো শুধতে হবে
মনে মত হয়নি বলে ভাঙবে কেন যারে তারে?
১০
মড়া এবং জ্যান্ত নিয়ে বুড়া আজ খেলছে যেন
ভাল মন্দ না জেনেই সে তাড়া হুড়া করছে কেন
হঠাৎ করে চমকে উঠি উঁকি মারি আমি চারদিকে–
বুঝিনা তো পট পটুয়া ভণ্ড খেলা খেলছে কেন!
১১
হে মোর খোদা কৃপা কর মাটির তৈরি আমারে
নিজের ভুলে তাড়া খেয়ে ঘর করি আজ শহরে
সকল রকম পাপের কাছে আমরা সবাই বন্দিরে
যাবার কালে ক্ষমা করো আমি ক্ষমি তোমারে।
১২
আমার কাছে শোন আজি এই দুনিয়ার তত্ত্ব জ্ঞান
কিছু পাবো দুনিয়া হতে কিছু পাবো বেহেস্তে জান্
নগদ আছে হাতের কাছে বাকীর খাতা বহুদূর–
কালকে কোর্মা নাইবা খেলে আজকে ঘরে পান্তা হান।
১৩
এখন আমি সত্য কাটি এই জীবনের আসরে
ভীত আমি জীবন যখন আস্থা হারায় হাসরে
আশার আলো দেখি আমি মদমত্ত এই ভুবনে-
ঠাঁটা জীবন টুকরো হবে এই দুনিয়ার বাসরে।
১৪
আজকে যাঁরা করেন হিসাব তাদের কথা থাক
কালের জন্য লড়েন যাঁরা তাদের কথা হাঁক
আঁধার রাতে মিনার থেকে হাঁকেন মুয়াজ্জিন-
একূল ওকূল দুকূল গেলো রইল মাঝে ফাঁক।
১৫
আজকে আমি তোমায় বলি বেহেস্তে যে বিষম সাজ
জানি আমি দোজোখ সেথায় ধ্বংসলীলা মরণ তাজ
মধ্যরাতে খুঁজে দেখো তোমার আমার সবার দ্বার
সময় তো যাচ্ছে বয়ে খোঁজো তোমার আত্মা মাঝ।
১৬
বিনয় করে বলি আমি জ্ঞানী গুণী আর বিজ্ঞ-জনে
তোমরা সবাই কোথায় আজ কোন সে বিজনে
কিন্তু সবাই জেনে রাখো বাঁধা আছো সব হাজতে
যেখান থেকে পাবে না কেউ দেখতে তোমার স্বজনে।
১৭
আমার কাছে শোন আজি এই জগতের কেচ্ছা তায়-
বাঘ ভাল্লুক জা বাস করে তুর্কি রাজার আস্তানায়
বীর বাহরাম যে শিকার করতো বন্য গাধা বলবান
সেই শিকারী ঘুমায় আজি মাটির তলার বিছানায়।
১৮
রাজ বাড়ির মিনার কোথা যেথা হতে স্বর্গ ধায়-
রাজা যেথায় ছালাম নিত স্যাঙ্গাতেরই ইসারায়
সেথায় দেখো ঘুঘু বসে ভর দুপুরের করছে রব
নির্জনে তাই কুহ রবে ডাকছে ঘুঘু সে কোঠায়।
১৯
আমার গণা সবার মতো দেখো তারই ফদ্দ
নতুন বছর দেখছ আবার নতুন মুখের হদ্দ;
তাই যদি হয় বছর ঘুরে দেখছি আমি সত্য
রইছে হেথা কালের মড়া আগাম দিনের মদ্দ।
২০
ভোরের ডাকে খোয়াব ভাঙ্গো জেগে ওঠ এ বেলা
মুয়াজ্জিনের ডাক এসেছে করিস না তা অবহেলা
জেগে ওঠ্ ভরিয়ে ফেল সকাল বেলা তোর ঘটি
শোর উঠেছে কাজে যাবার করিস না হেলা ফেলা।
২১
আজ আমি রাতের শেষে করেছি এক মস্ত কাজ
নতুন করে সাদি করতে নিয়েছি এক বিরাট সাজ
পুরোনো সকল যুক্তি তর্ক ফেলে দিয়ে তাই আমি–
খুঁজছি সখা শান্তি আমি ফুটে ওঠা গুলের মাঝ।
২২
তওবা করি রোজ রাতে যাবো না আর পানশালা
জানি না তওবা রাতে ছিলো আমার কোন পালা
মধুর মাসে কাছে ডাকে মদ মদিরা আর সুন্দরী-
দিব্য ভাঙ্গি তওবা ভুলি যাই ছুটে যাই মদশালা।
২৩
সে সব ‘মতে’ তর্ক নাই বিভেদ নাই কোনোখানে
বিভাজনে সে-‘মত’ আজ ভেঙে হলো সত্তুরখানে
একেক শক্তি মম শক্তি ভেঙে করো আজি শতখান
সোনার কাঠি তেমনি রবে তোমার আমার সবখানে।
২৪
ভোর হলো জেগে ওঠ ঊষার আলো দেখবে আয়
মুয়াজ্জিন কাঁদছে যেনো শুনছি আমি দেখবি আয়
সবার খানায় ডাকছে আজি করতে প্রেমের বেসাতি
কাজ কি আজি ডাকা ডাকি ঘুম কাতুরে বৈদ্যে তায়।
২৫
যে বাটিতে মদিরা খাবে আর যে ঠোঁটে চুমু খাবে
থাকবে নাকো সে সব আর যখন তুমি চলে যাবে
ভাবো তুমি নতুন করে আসা হেথা কোন কারণে
দেখবে তুমি কম পাওনি হেথা-সেথা যাহা পাবে।