উৎখননের ফলাফল সম্বন্ধে কানিংহাম বলেছিলেন যে রেলপথ নির্মাণের জন্য ঠিকাদাররা এই সকল টিবি থেকে ইট সংগ্রহ করে ঢিবিগুলিকে এমনভাবে বিধ্বস্ত করে দিয়েছিল যে তিনি এই সকল স্থান থেকে বিশেষ কিছু প্ৰত্নদ্রব্য সংগ্ৰহ করতে পারেন নি । ( এই সকল স্থান থেকে ঠিকাদাররা এত বিপুল পরিমাণ ইট সংগ্রহ করেছিল যে ১০০ মাইল পরিমিত রেলপথ সম্পূর্ণভাবে হরপ্পা থেকে সংগৃহীত ইষ্ট দ্বারা নির্মিত হয়েছিল । )
বিশেষ কিছু প্ৰত্নদ্রব্য কানিংহাম না পেলেও তিনি যা পেয়েছিলেন ( চিত্র দেখুন )। তা আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি পাথরের তৈরি কয়েকটি ছুরির ফলাকা ( কোনো কোনোটির একদিকে শান দেওয়া ও কোনো কোনটির দুদিকেই ), প্ৰাচীন মৃৎপাত্র, এবং মেজর ক্লার্ক কর্তৃক সংগৃহীত সিন্ধু সভ্যতার কেন্দ্ৰসমূহে প্ৰাপ্ত সীলমোহরের অনুরূপ লিপি ও বলদের প্রতিকৃতি যুক্ত একটি সীলমোহর ( চিত্ৰ দেখুন ) পেয়েছিলেন ।
(চলবে)