কী মনে হল? জিজ্ঞেস করল ফেলুদা।
তাজ্জব বনে গেলাম, বললেন জীবনবাবু।আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন ব্যবসা কেমন চলছে।
লালমোহনবাবু এতক্ষণ মাছের মুড়ো চিবোচ্ছিলেন বলে কিছু বলেননি। এবার তুলসীবাবুর দিকে ফিরে বললেন, তা হলে কালকের ইয়েটা—?
হচ্ছে বইকী। এখন তো আর কোনও বাধা নেই।
ভেরি গুড। আমার ইয়েটাও রেডি আছে।
Page 16 of 16