কোন জগৎ সেন? ফিল্ম ডিরেক্টর?
হ্যাঁ। আমার মামাবাড়ি বাগবাজারে।
তারপর বলুন।
বলার কিছু নেই। উইদাউট এনি ফাঁস বিয়েটা হয়ে যায়।
বিয়ের পর নেহাকে স্টাডি করে কিছু বুঝতে পেরেছিলেন?
কী বুঝব? ঠিক কী ব্যাপারে জানতে চান বলুন?
নেহাকে আপনার কেমন মেয়ে বলে মনে হয়েছিল?
বড়লোকের মেয়েরা যেমন হয়।
আপনারাও তো বড়লোক।
সেটা অস্বীকার করছি না। তবে আমাদের পরিবারে সাহেবি কেতা নেই, একটু সাবেক বনেদি ব্যাপার আছে। যেমন এখনও আমাদের বাড়িতে পুজোআচ্চা হয়। আমাদের বাড়ির মেয়েরা ঘরের কাজকর্ম করে। নেহাদের পরিবার অনেক বেশি আধুনিক।
আপনার সঙ্গে কি বনিবনা হত না?
না না, সেসব কিছু নয়। আমি সব পরিস্থিতিতেই অ্যাডজাস্ট করতে পারি। আমার কোনও অসুবিধা হত না।
আপনাদের মধ্যে ভাবসাব ছিল?
অভাবও কিছু ছিল না।
আপনারা হানিমুন করতে যাননি?
হ্যাঁ। হংকং।
আপনার প্রতি নেহার মনোভাব কীরকম ছিল? ওয়াজ শি ইন লাভ উইথ ইউ?
শুভ্র একটু হাসল। নেহার তো একটা কেরিয়ার ছিল। আপনি বোধহয় সেটা জানেন। শি ওয়াজ ভেরি বিজি ইন হার সোশ্যাল এনগেজমেন্ট। আর আমিও তো বড় একটা এক জায়গায় থাকতাম না। ট্যুরে যেতে হয়।
এইসব ট্যুরে কি নেহাও যেত?
খুব কম। হংকং থেকে ফেরার পর বোধহয় একবার দিল্লি আর একবার মুম্বাই গিয়েছিল। আমার সঙ্গে। তারপর আর যায়নি।
আপনি আমার প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন। আমি জানতে চাই আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে লাভ রিলেশনটা গ্রো করেছিল কি না।
প্রশ্নটা করেছেন বটে, কিন্তু এককথায় এর জবাব দেওয়া শক্ত। আমার নিজস্ব একটা ধারণা আছে।
সেটা বলুন।
আমার মনে হয় নেগোশিয়েটেড বা লাভ ম্যারেজ যাই হোক না কেন, বিয়ের পর দুজনে যদি দু’জনের জন্য কিছু না করে তা হলে ভালবাসাটা তৈরি হয় না। যেমন মেয়েরা রান্না করবে, ভাত বেড়ে দেবে, ঘরদোর সামলাবে, পুরুষেরা নেবে কেয়ার অ্যান্ড সিকিউরিটি। প্রেম তো শুধু আবেগ নয়,হার্ডশিপ। আমার মা-বাবার মধ্যে তো তাই দেখেছি।
নেহার মধ্যে আপনি আপনার মাকে খুঁজে পাননি তো?
সেটা সম্ভব নয়। নেহা অন্যরকম সোসাইটিতে মানুষ।
এবার মার্ডারের কথাটা।
আপনি তো জানেন, তখন আমি বাইরে ছিলাম।
কোথায়?
বাঙ্গালোর।
কীভাবে খবর পেলেন?
পুলিশ আমার মোবাইল ফোনে ঘটনাটা জানায়।
আপনার রিঅ্যাকশন?
ভেরি শকিং। এরকম তো ঘটবার কথা নয়। অবশ্য নেহার প্রি-ম্যারিটাল সম্পর্কে তেমন কিছু জানি না।
আপনি কি জানেন যে, নেহা ডায়েরি লিখতেন?
না। নেহার সঙ্গে ইদানীং আমার একটু কম দেখা হচ্ছিল। মাত্র দিন দশেক আগে আমি এক মাস ট্যুরের পর ক্যালিফোর্নিয়া থেকে ফিরেছি।
নেহাকে নিয়ে যাননি কেন?
বিয়ের আগে ও বার দুই আমেরিকা ঘুরে এসেছে। ইউরোপ টুর করেছে। আমি এবার ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। ও রাজি হয়নি। বলেছে, তুমি একাই যাও। আমেরিকা আমার ভাল লাগে না।
আপনার কি কখনও মনে হয়েছে, আপনার স্ত্রীর কোনও এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে?
না তো! সেরকম কিছু মনে হয়নি কখনও।
কখনও সন্দেহ হয়নি?
না। আমি সন্দেহপ্রবণ মানুষ নই। তবে একথাও স্বীকার করি, নেহার মতো মেয়ের ওরকম রিলেশন থাকা বিচিত্র নয়। ওরা তো পারমিসিভ সোসাইটির মেয়ে।
যদি জানতে পারতেন যে, আপনার স্ত্রীর প্রেমিক আছে তা হলে কী করতেন?
পরিস্থিতি বুঝে নেগোশিয়েট করতাম। অনেক সময়ে প্রেমটা হয়তো খুব হালকা ধরনের, সিরিয়াস নয়, কারও সঙ্গে সিরিয়াস প্রেম থাকলে নেহা আমাকে বিয়ে করতে যাবেই বা কেন? ওকে তো ধরেবেঁধে বিয়ে দেওয়া হয়নি। স্বেচ্ছায় বিয়ে করেছে।
খুনের ব্যাপারে আপনার কাকে সন্দেহ হয়?
কাউকেই নয়। এ ব্যাপারটায় আমি সম্পূর্ণ অন্ধকারে।
এবার আর একটা প্রশ্ন।
বলুন।
কামনা আহুজা নামে কাউকে চেনেন?
হ্যাঁ। আমাদের ঠিক ওপরে থাকে।
কেমন আলাপ?
জাস্ট সুপারফিশিয়াল।
মেয়েটা কেমন বলে মনে হয়?
খুব বেশি কিছু তো জানি না। তবে মেয়েটা ট্র্যাপে পড়ে একজনের উপপত্নী হিসেবে এখানে থাকে। আমরা ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। মেয়েটা মুচলেকা দিয়েছে চলে যাবে বলে।
মেয়েটি কী করে তা জানেন?
শুনেছি পপ সিঙ্গার।
আপনার সঙ্গে তার কি ইদানীং কিছু ইন্টিমেসি হয়েছিল?
হোয়াট ডু ইউ মিন?
রাগ করার কিছু নেই। ফরগেট ইট। আপনি কি সরাসরি কলকাতা থেকে বাঙ্গালোরে গিয়েছিলেন?
না। প্রথমে মুম্বাই, তারপর বাঙ্গালোর।
মুম্বাইতে কোথায় ছিলেন?
আমি সবসময়ে তাজ-এ উঠি। কখনও সখনও সান অ্যান্ড স্যান্ডস-এ।
এবার কোথায় ছিলেন?
তাজ।
একা?
হোয়াট ডু ইউ মিন এগেন?
শুধু প্রশ্নটার জবাব দিলেই খুশি হব।
হ্যাঁ একা।
শুভ্রবাবু, আপনি কি অধ্যাপক নিরুপম লাহিড়ীকে চেনেন?
হ্যাঁ। আমার স্ত্রীর কলেজের অধ্যাপক।
আপনার সঙ্গে কেমন আলাপ?
তেমন কিছু নয়। বিয়ের সময় আলাপ হয়েছিল।
মাত্র একবারের আলাপ। তাও বিয়ের আসরে?
হ্যাঁ। এত সামান্য আলাপে কাউকে মনে রাখা বেশ শক্ত।
তা ঠিক। তবে উনি মাঝে মাঝে ফোন করে কথা বলতেন।
আপনি কি জানেন যে ওঁর সঙ্গে আপনার স্ত্রীর একটা স্ক্যান্ডাল আছে?
ঠিক জানি না। তবে আপনাকে তো বলেইছি নেহা পারমিসিভ সোসাইটির মেয়ে। আর দ্বিতীয় কথা, সুন্দরী মেয়েদের নিয়ে স্ক্যান্ডাল করাটা মানুষের একটা হ্যাবিট।