না। আমার এসব জানার কথা নয়।
যদি বলি ব্ল্যাকমেলার হিসেবে তিনি আপনার কথা ডায়েরিতে লিখে গেছেন?
হতেই পারে না। তিনি তেমন মিথ্যেবাদী ছিলেন না।
ইউ আর এ কুল কাস্টমার। জানেন তো, বড় ক্রিমিনালরা খুব কুল হেডেড হয়? যাকগে, ডায়েরি তো কোর্টেই প্রোডিউস করা হবে। বরুণবাবুর কাছ থেকে পণ হিসেবে আপনি কত টাকা নিয়েছিলেন?
এক পয়সাও নয়।
আচ্ছা, এবার বেশ ভেবে বলুন তো, বিয়ের রাতে মিতালিদেবী ঠিক কী ভাষায় বলেছিলেন যে তিনি আপনাকে পছন্দ করেন না। ভেবে বলুন।
খুব সাধারণভাবে বলেছিল।
বিয়ের রাতে না ফুলশয্যার রাতে?
ফুলশয্যার রাতে।
কী বলেছিলেন?
বলেছিল, আমি এ বিয়ে মানি না।
বেশ রাগ করে বলেছিলেন কি?
খুব ঠান্ডা গলায় বলেছিল।
তখন আপনার কীরকম রি-অ্যাকশন হয়েছিল? আপনি কি ইনসান্টেড ফিল করেছিলেন?
হ্যাঁ।
আর তাই আপনার ভিতর জিঘাংসা জেগে উঠেছিল?
ও কথা কেন বলছেন?
কারণ তারপরই আপনি তাকে অ্যাটাক করেন এবং রেপ করেন। আপনি কি জানেন যে স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে জোর করে মিলিত হলে সেটা রেপ-এর পর্যায়ে পড়ে। যদিও এদেশে সেটা বেআইনি নয়।
তখন জানতাম না, কিন্তু এখন জানি। কিন্তু আমি সেই অপরাধটা করিনি।
আপনার ভিতরে অপরাধপ্রবণতা আছে, আপনি কুংফু ক্যারাটে জানেন, আপনার ইগো প্রবল। এসব কন্ডিশনগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে। মিতালিদেবী তার এক বন্ধুকে ঘটনাটা পরদিনই জানিয়েছিলেন।
তা হলে মিতালি বা তার বন্ধু কেউ একজন মিথ্যে কথা বলেছে।
বরুণ ঘোষ কবে মারা গেছেন আপনি জানেন?
মাসখানেক আগে।
কীভাবে জানলেন? বরুণ ঘোষের খবর কি কাগজে বেরিয়েছিল?
লোকের মুখে শুনেছি।
সেই লোক কে, মনে আছে?
ভাবলে মনে পড়বে হয়তো।
একজ্যাক্ট ডেটটা জানেন?
মনে নেই। তবে নভেম্বরের মাঝামাঝি বোধহয়।
কীভাবে মারা যান?
থ্রম্বসিস বোধহয়। ওরকমই শুনেছিলাম।
আপনার সঙ্গে তার শেষ কবে দেখা হয়েছিল?
মনে নেই, বোধহয় উনি আমেরিকা যাওয়ার আগে।
আমার নাম শবর দাশগুপ্ত। খুবই বিচ্ছিরি নাম। তবে মা বাবা নামটা শখ করে রেখেছিলেন, কী আর করা যাবে বলুন!
ঠিকই তো।
এমনকী নামটার অর্থও আমি ভাল করে জানি না। বাংলায় আমার বিদ্যের দৌড় খুবই কম। তবে যতদূর জানি শবর মানে ব্যাধ। তাই কি?
বোধহয়।
হাঃ হাঃ। একদিক দিয়ে আমার নামটা খুবই সার্থক। ব্যাধ মানে শিকারি তো? আমিও একজন ভাল শিকারি। আমার শিকার অবশ্য ক্রিমিনালরা। আই ক্যান অলওয়েজ স্মেল এ রটন র্যাট। হাঃ হাঃ।
আপনার কথা কি শেষ হয়েছে?
আরে না। গলা শুকিয়ে গিয়ে থাকলে আপনি একটু ঠান্ডা জল খেয়ে নিন বরং। আচ্ছা, মিতালিদেবী কবে খুন হন সে তো আপনি নিশ্চয়ই জানেন।
হ্যাঁ, গত শনিবার।
শনিবার মিতালি ঘোষ একটা পার্টি দিয়েছিলেন। জানেন?
জানি।
জানবেনই তো। আপনি তো সেই পার্টির একজন ইনভাইটিও ছিলেন।
না।
ছিলেন না? যাকগে, তবে আপনি সেই পার্টিতে উপস্থিত ছিলেন তো?
আমি পার্টি জেনে যাইনি।
এমনিই গিয়েছিলেন?
হ্যাঁ।
কার্টসি ভিজিট?
না। মিতালির সঙ্গে আমার দেখা করার দরকার ছিল।
সে তো বটেই। তাকে আপনি খুন করতে গিয়েছিলেন?
মিতালিকে খুন করে আমার কী লাভ?
মোটিভের কথা বলছেন? মোটিভ সবসময়ে তো আর মেটেরিয়ালিস্টিক হয় না। পুরনো অপমান, আহত অহং, সূক্ষ্ম জেলাসি, পরশ্রীকাতরতা, হেল্পললস লাভ, হোপলেস রিলেশন–কত কারণ থাকতে পারে। আপনিই বলুন না আপনার মোটিভ কী ছিল?
আমি খুনটা করিনি মিস্টার দাশগুপ্ত।
সে কথা থাক। বলুন, পার্টিটা কোথায় হচ্ছিল?
নীচের তলায়। হলঘরে।
চমৎকার সিচুয়েশন, তাই না! নীচের তলায় পার্টি চলছিল, গোলমালে আপনি ওপরে উঠে গিয়ে ঘাপটি মেরে মিতালিদেবীর শোয়ার ঘরে লুকিয়ে রইলেন। তারপর পার্টি শেষ করে একটু ড্রাঙ্ক এবং হাই অবস্থায় মিতালিদেবী যখন ওপরে উঠে এলেন, তখন–না মশাই, এরকম গোন্ডেন সিচুয়েশন ভাবা যায় না।
কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আমার সঙ্গে নীচের তলায় কয়েকজনের দেখা হয়েছিল। তারা আমার চেনা। পার্টি হচ্ছে দেখে আমি যে ফিরে আসি তা তারা জানে।
হ্যাঁ। আমরা তাদের স্টেটমেন্ট পেয়েছি। কিন্তু কথাটা হল, স্পট অব ক্রাইমে আপনাকে দেখা গিয়েছিল। ইউ ওয়্যার দেয়ার। তাই না?
তা তো বটেই।
মিতালিদেবীর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল?
হয়েছিল।
মানে মার্ডারের সময়ে তো? আহা মশাই, ঝেড়েই কাশুন না।
মিতালিকে আমি খুন করিনি।
করেছেন, করেছেন। যাকগে, সব তথ্যই বেরিয়ে আসবে।
০২. পাপী! পাপী! ঘোর পাপী!
পাপী! পাপী! ঘোর পাপী! বিড়বিড় করতে করতে চোখ মেলল সে। চোখ মেলে যা দেখল তাতে শিউরে উঠে ফের চোখ বন্ধ করে ফেলল। নরক। নরক।
টেবিলের ওপর গত রাতের ভুক্তাবশেষ মাংসের হাড়, রুটির টুকরো, এঁটো প্লেট, একটা খালি আর-একটা অর্ধেক খালি ব্ল্যাক নাইটের বোতল। মেঝের ওপর খানিকটা বমিও কি? নরক! নরক।
বিছানাটা মস্ত বড়। ও পাশে যে শুয়ে আছে তার দিকে তাকাতে ইচ্ছে হল না সমীরণের। জুলেখা শৰ্মাদের কখনওই সকালের দিকে অবলোকন করা উচিত নয়। সকালটা কখনওই নয় নষ্ট মেয়েছেলেদের জন্য। কাতর একটা অর্থহীন শব্দ করে নিজের ভারী মাথাটা তুলবার চেষ্টা করল সমীরণ। প্রতিদিন সকালে এটাই তার প্রথম ব্যায়াম–নিজেকে ভোলা।
এত পাপ ভগবান সইছেন কী করে? এতদিনে তার বজ্র নেমে আসার কথা। তবে কি তিনি আদতে নেই? নাকি পৃথিবীতে পাপীর সংখ্যা এত বেড়ে গেছে যে, তার তত বজ্রের স্টক নেই?