বটে! মিতালিদেবীর যে বিয়ে হয়েছিল, উনি যে আমেরিকায় ছিলেন সব জানতে?
ঘ্যাম মেয়ে। সব জানতাম।
তোমার হিংসে হত না?
না স্যার। হিংসেফিংসে হয়নি। ওসব মেয়ে কি আমার মতো লোকের জন্য? শখ হয়েছিল, তাই কেটে এসেছিল। তারপর শখ মিটে গেলে কেটে গেল।
মিতালি যে আমেরিকা থেকে ফিরে এসেছিল তা জানতে?
কেন জানব না? বরুণবাবু মারা গেলেন তাও জানি।
তুমি কী করো? চাকরি?
কিছুদিন করেছিলাম। ব্যাঙ্কে ধোয়ামোছার কাজ। ক্যাজুয়াল স্টাফ। পোষাল না। ধূপকাঠি, লজেন্স, গেঞ্জি-আন্ডারওয়্যার এসবও বেচেছি। কিন্তু সৎপথে কিছু হল না। এখন টুকটাক করি আর কী।
অসৎ পথে?
পুলিশ সব জানে স্যার। নতুন কিছু নয়।
মিতালিদেবীর সঙ্গে এবার তোমার দেখা হয়েছিল?
হাসালেন স্যার। মিতালি আমাকে পাত্তা দেবে কেন? পাস্ট ইজ পাস্ট।
মিঠু মিত্রকে চেনো?
মিতালির হাজব্যান্ড তো! চিনি স্যার।
কীরকম চেনো?
খুব ভাল লোক স্যার। ট্যাক্সির জন্য লোনটা তো উনিই বের করে দিয়েছিলেন?
তোমার ট্যাক্সিও আছে নাকি?
ছিল স্যার। গত মাসে বেচে দিয়েছি।
মিঠু মিত্র তোমাকে চিনত? মানে তোমার সঙ্গেই যে মিতালি পালিয়ে গিয়েছিল তা জানত?
কেন জানবেন না?
জেনেও তোমাকে হেল্প করেছেন?
হ্যাঁ, জেনেই করেছেন। মিতালি তো দু’জনের কাছ থেকেই ভেগেছে স্যার। আমরা লড়ে কী করব?
মিঠু মিত্র তা হলে তোমার মতে ভাল লোক?
জি।
তুমি জি বলছ কেন?
হিন্দি ছবিতে বলে, তাই এসে যায়।
ধরো যদি তোমাকে বলি, মিঠু মিত্র কোনও কাজ করতে বললে তুমি করবে?
করব স্যার।
যদি একটা খারাপ কাজ করতে বলে?
খারাপ নানারকমের হয়। ভদ্রলোকের চোখে খারাপ, পুলিশের চোখে খারাপ, কেরানির চোখে খারাপ। সব খারাপই তো একরকম নয় স্যার। ওজন করে দেখতে হবে।
তুমি তো ফিলজভার দেখছি।
জি।
পড়াশুনো করলে উন্নতি করতে পারতে।
পাস্ট ইজ পাস্ট। ছেড়ে দিন।
ছাড়লাম। নিশ্চয়ই জানো যে, মিতালিদেবী খুন হয়েছে।
জানি। স্যাড কেস।
কীভাবে জানলে?
সবাই জানে। আমার না জানার কী?
ঠিক কথা। কীভাবে খুন হয়?
স্ট্যাবিং।
আচ্ছা, তুমি যখন মিতালিকে নিয়ে পালিয়ে গিয়েছিলে তখন বরুণ ঘোষ কি পুলিশে রিপোর্ট করেছিলেন?
হ্যাঁ স্যার।
পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছিল?
করেছিল। মিতালি চলে আসার পর।
তোমার কি জেল হয়েছিল?
না। জামিন পেয়েছিলাম। পুলিশ কেসটা পার করেনি।
কেন করেনি?
বরুণবাবু বোধহয় পাবলিসিটির ভয়ে পিছিয়ে যান।
পুলিশ তোমাকে মারধর করেছিল?
জি।
তোমার রাগ হয়নি?
না স্যার। কার ওপর রাগ করব? আমাদের লাইফটাই এরকম।
মিঠু মিত্রের সঙ্গে তোমার দোস্তি কীভাবে হয়েছিল?
ঠিক মনে নেই।
একটু ভেবে বলল। ব্যাপারটা জরুরি।
যতদুর মনে আছে উনি আমাকে খুঁজে বের করেছিলেন।
সেটা কি ওঁদের বিয়ের আগে, না পরে?
বিয়ের পর।
কতদিন পর?
মিতালি ওঁকে ছেড়ে চলে আসার পর।
মিঠু মিত্র তোমাকে খুঁজে বের করেছিলেন কেন?
ওঁর একটা রং আইডিয়া ছিল।
কীরকম?
উনি ভেবেছিলেন আমি মিতালিকে পিছন থেকে ফুসলাচ্ছি, তাই মিতালি ওঁর সঙ্গে থাকতে চায় না।
উনি কি তোমাকে থ্রেট করেছিলেন?
না স্যার।
তা হলে?
উনি আমাকে খুব ঠেঙিয়েছিলেন।
বলো কী? তোমার গায়ে হাত! তুমি তো মস্তান।
জি। তবে বাবারও বাবা থাকে কিনা। উনি তখন রেগে বয়লার হয়ে গিয়েছিলেন।
তুমি উলটে মারোনি?
ক্যারাটে কুংফুর সঙ্গে কি পারা যায়?
তোমার দলবল?
দু-চারজন দোস্ত একটু হাত-পা চালিয়েছিল। সুবিধে হয়নি।
তারপর?
তারপর উনি ভুল বুঝতে পারেন।
তারপরই দোস্তিটা হয়ে গেল?
অনেকটা সেরকমই। একটু সময় লেগেছিল।
দোস্তিটা কি এখনও আছে?
একটু আছে। দেখা হলে উইশ করি।
মিঠুর সঙ্গে লাস্ট কবে তোমার দেখা হয়েছে?
ঠিক মনে নেই।
ভেবে বলল।
ওইরকম সময়েই হবে।
কোনরকম সময়ে?
মিতালির মার্ডারের দিনের কাছাকাছি।
নাকি ওই দিনই?
তাও হতে পারে।
কখন দেখা হয়েছিল?
বিকেলের দিকে। কীভাবে?
আমি মন্টুর দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। উনি মোটরবাইকে করে চলে যাচ্ছিলেন।
তোমার সঙ্গে কথা হয়েছিল কি সেদিন?
না। উনি দেখতে পাননি আমাকে।
তুমি তো নিশ্চয়ই জানো যে, মার্ডারটা হয়েছিল দোতলায়, মিতালিদেবীর শোয়ার ঘরে। রাত একটা থেকে দুটোর মধ্যে।
জি। সব জানি। খবরের কাগজে পড়েছি।
এ পাড়ায় নাইট গার্ডরা রাতে পাহারা দেয়?
জি। আমিও দিই। বহুত চোরছ্যাঁচড় চারদিকে।
সেই রাতে তোমারও কি ডিউটি ছিল?
না স্যার। আমাদের মাসে দু’দিন টার্ম আসে। তবে নাইট গার্ডরা সেদিন রাতে কোনও কিছু সন্দেহজনক দেখেনি।
তুমি সেদিন কোথায় ছিলে?
ঘরেই ছিলাম।
তোমার কোনও গার্লফ্রেন্ডের সঙ্গে?
ওরকমই ধরে নিন।
তদন্তে কিন্তু তাকেও দরকার হতে পারে। তার নাম-ঠিকানা বলো।
ঠিকানাফিকানা জানি না স্যার। নাম বলেছিল রীতা দাস।
কীরকম মেয়ে? প্রস্টিটিউট না কল গার্ল?
একটু অন্যরকম।
কীরকম?
একটু হায়ার ক্লাসের।
তোমরা কোথায় ছিলে?
পঁয়তাল্লিশ নম্বর বাড়ির পিছন দিকে আমার ঠেক। সেখানেই ছিলাম।
মেয়েটা কোথায়?
নেই। পরদিন সকালে উঠে দেখি, হাওয়া।
হাওয়া? তোমাকে বলে যায়নি?
না স্যার। রাত্তিরে আমার ঘুমটা একটু গাঢ় হয়। টের পাইনি।
তার সঙ্গে কবে তোমার প্রথম দেখা হয়?
দু’দিন আগে।
কীরকম ভাবে দেখা হয়েছিল?
আমি একটু আধটু ড্রিঙ্ক করি। একটা দিশি মদের আস্তানায়। সেখানেই।
কে আলাপ করেছিল? তুমি না ও?