কী ভাবব?
ধরুন উকিল আপনাকে বলল যে, মিতালিদেবীর হৃদয়ের পরিবর্তনের কথা জানতে পেরে আপনি আপসেট হয়ে পড়েছিলেন অ্যান্ড ভেরি জেলাস। কারণ, আপনার বয়স মাত্র কুড়ি, আপনি অনভিজ্ঞ। হৃদয় জয়ের লড়াইতে আপনি মিতালিদেবীর সঙ্গে নাও পেরে উঠতে পারেন। জেলাসি ইজ এ ডেনজারাস থিং। তাই না? তা ছাড়া ইনহেরিটেনসের প্রশ্ন তো আছেই। মিতালি মারা গেলে আপনি প্রচুর লাভবান হবেন। সুতরাং আপনি যদি মিতালিদেবীকে মেরে ফেলতে চান সেটাও অস্বাভাবিক বলে মনে করার কিছু নেই।
কী বলছেন আপনি?
আহা, উত্তেজিত হবেন না। আমি শুধু আদালতের সম্ভাব্য প্রশ্নগুলি সম্পর্কে আপনাকে অ্যালার্ট করছি। আচ্ছা, মিতালিদেবী তার সেন্টের শিশিগুলো কোথায় রাখতেন আপনি জানেন?
কেন জানব না? ও অনেক পারফিউম এনেছিল। কিছু সুটকেসে ছিল, কয়েকটা বের করে ড্রেসিং টেবিলে রেখেছিল।
আপনি কি জানেন যে খুনি পালানোর সময় অনেকগুলো সেন্টের শিশি ভেঙে সুগন্ধ ছড়িয়ে দিয়ে গিয়েছিল, যাতে পুলিশ কুকুর গন্ধ না পায়?
শুনেছি।
দ্যাটস গুড। ও বাড়ি থেকে আপনি ক’টার সময়ে চলে আসেন?
রাত দশটা।
একাই ফিরেছিলেন?
হ্যাঁ।
তখনও পার্টি চলছিল?
হ্যাঁ।
আপনাকে চলে আসতে কে কে দেখেছে?
জানি না। আমি কাউকে কিছু না বলে পালিয়ে চলে আসি। পিছনের বাগানের রাস্তা দিয়ে।
সেদিন রাত একটা থেকে দুটোর মধ্যে আপনি কোথায় ছিলেন?
আমার ঘরে। আর কোথায় থাকব?
হুঁ। বেশ গণ্ডগোলে ফেলে দিলেন।
কেন?
আপনার কেসটা ফুলফ নয়। এনিওয়ে, ফর দি টাইম বিয়িং আপনার কথা মেনে নিচ্ছি। ধরুন খুনটা আপনি করেননি।
আমি করিনি। ছিঃ ছিঃ, এসব কী কথা বলুন তো!
ফের উত্তেজিত হয়ে পড়ছেন। মাথা ঠান্ডা রাখুন। আপনার যাতে বিপদ না হয় তা আমি দেখব। কিন্তু আমার কিছু তথ্য চাই।
কী তথ্য?
মিঠু মিত্র কেমন লোক?
ভীষণ ভাল।
ভেবে বলুন।
ওকে নিয়ে আমি সব সময়েই ভাবি।
আপনি ওঁর জন্য সবকিছু করতে পারেন?
পারি।
ইভন এ মার্ডার?
আমি খুন করিনি।
সেটা প্রমাণসাপেক্ষ। কথাটার জবাব দিন।
আমি ওকে ভালবাসি, ওর জন্য সব ত্যাগ করতে পারি। এর বেশি জানি না।
কথাটা লজিক্যাল হল না। অথচ আপনি লজিক ভালই জানেন। আপনি ফিলজফির ছাত্রী।
আমার লজিক ওরকম নয়। মিঠুদা খুব ভাল জেনেই আমি ওকে ভালবাসি।
সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন। কারও সম্পর্কে আগ বাড়িয়ে ধারণা করাটা অন্ধ বিশ্বাসের মতো। দুনিয়ায় এমন অনেক খুনি আছে যাদের পরম সাধুপুরুষ বলে মনে হয়। অ্যাপারেন্টলি।
আমি অত জানি না।
না জানাটা কাজের কথা নয়। শুনুন, আপনি যদি খুনটা নাও করে থাকেন তা হলেও আপনি খুনির সাহায্যকারী হিসেবে সন্দেহের পাত্রী হতে পারেন। কারণ আপনার অ্যালিবাই নড়বড়ে। কেউ আপনাকে ও বাড়ি থেকে চলে আসতে দেখেনি। আপনি লুকিয়ে ছিলেন। রাত গভীর হলে মিঠু ফিরে আসে এবং আপনি তাকে বাড়িতে ঢুকতে সাহায্য করেন। তারপর মিঠু মিতালিদেবীকে খুন করে। আপনি তাকে সেন্টের শিশি দেন। বারান্দা থেকে আপনারা শিশিগুলো ভিতরে ছুঁড়ে ভেঙেছিলেন। তাতে আপনাদের গায়ে সুগন্ধ লাগতে পারেনি। আপনারা নিরাপদে পিছনের বাগানে নেমে পালিয়ে যান।
আমার মাথা ঘুরছে। প্লিজ, আর নয়।
আহা, এটা শুধু অনুমান। এটা একটা রিকনস্ট্রাকশন মাত্র। এরকম নাও হতে পারে।
তা হলে?
আমার ধারণা খুনের সময় মিঠু একাই ছিল। ঠিক কি না?
০৬. আমাকে কেন টানাহ্যাঁচড়া করছেন
আমাকে কেন টানাহ্যাঁচড়া করছেন? যা হয়েছিল হয়েছিল। পাস্ট ইজ পাস্ট। মিতালির ব্যাপারে আমি কিছু জানি না।
লেখাপড়া কতদূর?
মাধ্যমিক।
তা হলে তো তোমাকে শিক্ষিতই বলতে হয়। পাশ করেছিলে?
জি।
কোন ডিভিশনে?
বললে বিশ্বাস করবেন? বলে কী লাভ?
শুনিই না।
ফার্স্ট ডিভিশনে।
বলো কী।
অঙ্কে আর ইতিহাসে লেটার ছিল।
উরেব্বাস।
জানতাম বিশ্বাস করবেন না। তবে সার্টিফিকেট আর মার্কশিট দুটোই আমার মায়ের কাছে আছে। মা ঠাকুরের আসনে তোশকের তলায় রেখে দিয়েছে।
পড়াশুনো আর এগোয়নি?
না। পড়ে কী হবে?
কলেজে ভরতি হয়েছিলে?
তাও হয়েছিলাম। তবে কন্টিনিউ করিনি।
কেন?
পড়াশুনো ফালতু জিনিস। পড়ে উন্নতি করতে গেলে লোকে বুড়ো হয়ে যায়। অত সময় কি হাতে আছে?
বটে! তা তুমি কীসে উন্নতি করতে চেয়েছিলে?
মালটাল বেচতাম।
কী মাল?
সেসব স্যার, পুরনো কাসুন্দি। ও ঘেঁটে লাভ নেই। এই কেসটায় কুটমুট আমাকে ধরেছেন।
সেটা দেখা যাবে। মিতালিকে চিনতে?
চিনব না কেন? সে আমার বউ ছিল।
বিয়ে হয়েছিল?
কালীঘাটে।
রেজিস্ট্রি হয়নি?
না। ও তখন মাইনর ছিল।
তাও তো বটে। কতদিন একসঙ্গে ছিলে?
পাঁচ-ছয় মাস হবে।
তুমি ওকে মারধর করতে?
না। মারব কেন? তখন আশনাই চলছিল।
আশনাই কেটে গেল কেন?
মিতালিই বিগড়ে গেল। ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে বলল, আমি ফিরে যাচ্ছি।
তুমি কী করলে?
কী করব! হাই তুলে পাশ ফিরে শুলাম।
আটকাবার চেষ্টা করলে না?
কী লাভ! ভদ্রলোকের মেয়ে, একটু টক-ঝালের খোঁজে এসেছিল। টেকার বিয়ে নয়, জানতাম।
তোমার জন্য ওর জীবনটা বরবাদ হয়ে গিয়েছিল, জানো?
কেন স্যার, আমি কী করলাম? আশনাই তো আমি একা করিনি। ওরও ভূমিকা ছিল।
কোথায় বাসা করে ছিলে?
গোবিন্দপুর বস্তিতে।
পরে মিতালিদেবীর খোঁজখবর করোনি?
খোঁজার কী আছে স্যার? পাড়ারই মেয়ে। সব খবরই পেতাম।