নকিব : তোমরা কোথায় যাও?
বাঁকাদের একজন : আনন্দ করতে যাই, উৎসব করতে চাই।
নকিব : মুখখান তো বড় শুকনা শুকনা লাগে।
বাকাঁদের একজন : যাইতে ভয় লাগে। মন চায় না। তবু যাইতে হয়।
সবাই : তবু যাইতে হয়। তবু যাইতে হয়।
[ওরা এগিয়ে যাবে। রাজার প্রবেশ]
রাজা : চারদিকে এমন নীরব কেন? আনন্দ কর। গান কর। হাসো। প্রাণ খুলে হাসো। আজ থেকে উৎসবের শুরু। আনন্দের শুরু। হাসো, সবাই হাসো।
[পিঠ-বাঁকারা ফিরে আসবে।]
গাও, গান গাও, হাসো। হাসো- হা-হা-হা সবাই হাসো আমার সঙ্গে।
[শোনা যাবে দূরাগত ধ্বনি–ভাত দেন, কাপড় দেন, ভাত কাপড় দেন।]
হাসো, সবাই হাসো। হাসো।
[দর্শকদের মাঝখান থেকে স্লোগান শোনা যাবে। এবং নকিব নিজেও স্লোগান দেবে।]
[রাজা পাগলের মত চারদিকে তাকাবেন। মঞ্চে সবাই উঠে আসছে।]
Page 12 of 12