সাংবাদিক সমাজ আজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো ত্রিধারায় বিভক্ত। স্বাধীনতার ৪০ বছর পর আজ বড্ড জানতে ইচ্ছে করে শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে যে তরুণরা যুদ্ধে গিয়েছিল, তাদের অনেকেই আজ রাষ্ট্রক্ষমতায় সরকারের অংশ। কেউ কেউ এর আগে বিভিন্ন সময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন। কিন্তু যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ কি আমরা এই ৪০ বছরে পেয়েছি? কিংবা বর্তমান অবস্থা ও বাস্তবতায় তা পাওয়ার সম্ভাবনা আদৌ আছে কি? আর কত পথ হাঁটলে ধরা দেবে আমাদের স্বপ্নের সেই সোনার হরিণ?
পাঠক, আপনাদের কাছেই ছেড়ে দিলাম এ প্রশ্নের উত্তর। আপনারা বুঝে নিন। বেছে নিন। আমি এখন ‘ক্লান্ত প্রাণ এক’।
Page 265 of 265