অবশ্য সৌখিন পাঠক ও গবেষক উভয়কেই ঐতিহাসিক প্রমাণ ও নিয়মসম্মত ঐতিহাসিক দাবির প্রকৃতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যেসব ব্যক্তি হিন্দু-মুসলিম সঙ্ঘাতের সন্দেহমূলক আধুনিক পরিভাষায় আওরঙ্গজেবের কথিত বর্বরতার ‘প্রমাণ’ উত্থাপন করার দাবি করে থাকেন, তারা প্রায়ই জাল নথিপত্র ও নির্লজ্জ ভুল অনুবাদসহ বিদ্বেষপ্রসূত মিথ্যাচার করছেন। যারা আওরঙ্গজেবের নিন্দা করেন, তাদের অনেকেরই ইতিহাসের নিয়মানুবর্তিতা সম্পর্কে কোনো প্রশিক্ষণ নেই, এমনকি প্রাক-আধুনিক ফারসি ইতিহাস কিভাবে পড়তে হয়, সে সম্পর্কে মৌলিক দক্ষতা পর্যন্ত নেই। লোকরঞ্জক পরিমণ্ডলে বন্যার মতো ছেয়ে যাওয়া আওরঙ্গজেব-সম্পর্কিত সাম্প্রদায়িক ভাষ্য নিয়ে সংশয়প্রবণ হতে হবে। এই জীবনী রচনা করা হয়েছে ঐতিহাসিক ব্যক্তি ও সম্রাট আওরঙ্গজেব আলমগির সম্পর্কে আমাদের মধ্যে বিরাজমান খুবই হালকা জ্ঞানের গভীরতা বাড়ানোর জন্য ।
কৃতজ্ঞতাস্বীকার
আমি এই সংক্ষিপ্ত বইয়ে অনেক ঋণের কৃতিজ্ঞতাস্বীকার করছি। অনেকেই তাদের অপ্রকাশিত গ্রন্থের তথ্য আমাকে জানিয়েছেন, ছবি দিয়ে সাহায্য করেছেন, এই বইয়ের প্রাথমিক পাণ্ডুলিপি পাঠ করেছেন। তাদেরকে উচ্ছ্বসিতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সব মতামত, যুক্তি ও ভ্রান্তি কেবল আমার একার।
ভারতীয় ইতিহাসের অন্যতম ঘৃণিত ব্যক্তি আওরঙ্গজেবকে নিয়ে লেখালেখি করা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। এ ব্যাপারে আমি বিশেষ ঋণ স্বীকার করছি। আমি বইটি লিখব কিনা তা নিয়ে যখন দ্বিধায় ছিলাম, তখন যারা আমাকে উপদেশ দিয়েছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি জানেন, কে আপনি আর আমি খুবই কৃতজ্ঞ ।
আওরঙ্গজেবের জীবন ও শাসনকালের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ
১৬১৮ : জন্ম
১৬৩৩ : পাগলা হাতির মোকাবিলা
১৬৩৪ : প্রাপ্ত বয়স পূর্তি উদযাপন
১৬৩৭ : প্রথম বিয়ে
১৬৫৩-৫৪ : শিল্পী হিরাবাইয়ের সাথে রোমান্স
১৬৫৭ : প্রথম স্ত্রী দিলরাস বানু বেগমের ইন্তিকাল
১৬৫৭ : শাহজাহানের অসুস্থ হয়ে পড়া, উত্তরাধিকার লড়াই শুরু
১৬৫৭ : সম্রাট হিসেবে প্রথম অভিষেক অনুষ্ঠান
১৬৫৮ : সম্রাট হিসেবে দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান
১৬৫৯ : দারা শিকোহর মৃত্যুদণ্ড কার্যকর
১৬৬১ : মুরাদ বকসের মৃত্যুদণ্ড কার্যকর
১৬৬৩ : রাজা রঘুনাথের মৃত্যু
১৬৬৬ : শাহজাহানের ইন্তিকাল
১৬৬৬ : মোগল দরবার থেকে শিবাজির পলায়ন
১৬৬৭ : ফতোয়া-ই-আলমগিরির রচনা শুরু
১৬৬৯ : সম্রাটের ঝরোকা দর্শন প্রথা বাতিল
১৬৬৯ : বেনারসের বিশ্বনাথ মন্দির ধ্বংস
১৬৭৩-৭৪ : লাহোরে বাদশাহি মসজিদের নির্মাণকাজ সমাপ্ত
১৬৭৫ : তেজ বাহাদুরের মৃত্যুদণ্ড কার্যকর
১৬৭৯-৮০ : রাঠোর-সিসোদিয়া বিদ্ৰোহ
১৬৭৯ : জিজিয়া কর পুনঃপ্রবর্তন
১৬৭৯ : মোগল অভিজাতদের মধ্যে হিন্দু প্রতিনিধিত্ব বৃদ্ধি শুরু
১৬৮০ : শিবাজির মৃত্যু
১৬৮১ : যুবরাজ আকবরের বিদ্রোহ
১৬৮১ : আওরঙ্গজেবের দাক্ষিণাত্য যাত্রা
১৬৮৫-৮৬ : বিজাপুর অবরোধ
১৬৮৭ : গোলকোন্ডার পতন
১৬৮৯ : শম্ভুজির মৃত্যুদণ্ড কার্যকর
১৯৯৮ : জিনজির (গিনগি) পতন
১৭০৪ : নির্বাসনে যুবরাজ আকবরের মৃত্যু
১৭০৪ : দাক্ষিণাত্যে জিজিয়া করে ছাড়
১৭০৫ : অমর সিংয়ের ফারসি রামায়ণ আওরঙ্গজেবকে উৎসর্গ
১৭০৭ : আওরঙ্গজেবের ইন্তিকাল