লোকটি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো, -‘ভালো ব্রেইনওয়াশড ! ভালো ব্রেইনওয়াশড ! আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হায় আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাটা ধরল। দেখতে দেখতেই উনি স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন।
ঠিক সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর আমি কিছুক্ষণ ঝিম মেরে ছিলাম। ঘড়িতে সময় দেখলাম। রাত দেড়টা বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম। দেখলাম, সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম। গিয়ে দেখলাম সে যে বইটা পরছে২, সেটার নাম ‘আমার অবিশ্বাস’। বইয়ের লেখক হুমায়ুন আজাদ।
সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি।
আমি বিরাট একটা শক খেলাম। নাহ ! এটা হতে পারে না স্বপ্নের উপর কারো হাত নেই-আমি বিড়বিড় করে বলতে লাগলাম।