- বইয়ের নামঃ সনেট
- লেখকের নামঃ উইলিয়াম শেকসপিয়র
- বিভাগসমূহঃ অনুবাদ বই
সনেট
সনেট – ০০১
কামনার রীতি এই কাম্য শোভনতা।
গোলাপের রূপ যেন থাকে অমলিন;
পাকা ফল নিয়ে আসে চ্যুতির বারতা
তবু ভবিষ্যৎ রূপ না হোক বিলীন।
ওমার রচনা দৃঢ় দীপ্তিতে উজ্জ্বল
যদিও দহন করে নিজেকে সতত।
ঐশ্বর্যের মাঝে দেখ দীনতার ছল
নিজের শত্রুতা করে চল অবিরত।
অথচ সবাই চেনে শ্রেষ্ঠ রত্ন রূপে
বসন্তের দূত, নবীনেরে দাও ডাক?
নিজের কুঁড়ির নিচে লুকোচুরি চুপে
কৃপণের বৈভবেরে বিলাও বেকাব।
চেয়ে দেখে অনুভবে যা কিছু বাহার
একদিন অবশিষ্ট মূল্যহীনতার।