উডি আর মারি তুষারমানব বানাচ্ছে জায়গাটার কাছেই। যমজদের তুষারদানবটাও কাছাকাছি রয়েছে। আর একটু আগেই এ পথ মাড়িয়ে গেছে। বিল।
দীর্ঘশ্বাস ফেলল গোয়েন্দাপ্রধান। মুসার লকেট পাওয়া গেল। কিন্তু এর ফলে আরও জটিল হলো রহস্য।
সাত
সে রাতে, ডিনারের পর বাঙ্কে বসে সারা দিনের ঘটনাগুলো উল্টেপাল্টে ভেবে দেখল কিশোর।
কিশোরের বাঁ পাশে বসেছে রবিন।
আমার ধারণা, যমজ ভাইগুলো মুসার স্কি সরিয়েছে।
কিশোরের ডান দিকে মুসা বসা।
যমজরা কাজটা করেনি, বলল। ওরা মাউন্টেনটপ কাফেতে লাঞ্চ করতে গিয়েছিল।
হয়তো বেরিয়ে যাওয়ার সময় কাজটা করেছে, রবিন নাছোড়বান্দার মত বলল।
মাথা নাড়ল কিশোর।
ওরা মার সাথে ছিল।
ঠিক আছে, বলল রবিন। ধরে নিলাম স্কি সরায়নি। কিন্তু কোনভাবে লকেটটা হাতানো ওদের পক্ষে অসম্ভব কিছু না। মনে নেই বারবার আমার হ্যাট কেড়ে নিচ্ছিল?
হতে পারে, আস্তে করে বলল কিশোর। কিন্তু মোট তিনটে দুর্ভাগ্যের শিকার হয়েছে মুসা। আমি শিয়োর, কাজটা একজনের।
কাজেই যমজদের নাম বাদ দেয়া যায়, বলল ও। কিম আর জিম তো একজন হতে পারে না।
তোমার সন্দেহ তালিকায় তো উডি, মারি আর বিলের নাম আছে, বলল মুসা। আমাকে যখন ধাক্কা দেয়া হয় তিনজনই আশপাশে ছিল।
নীচের ঠোঁটে চিমটি কাটল কিশোর।
উডি আর মারি পরের ক্লাস শুরুর আগেই প্র্যাকটিস করতে চলে গিয়েছিল, বলল ও।
ওরা মুসার স্কি সরিয়ে থাকতে পারে, বাকিটুকু যোগ করল রবিন।
আমরা যখন বাইরে বেরোই, বিল ক্লাস শুরুর জন্যে অপেক্ষা করছিল, স্মৃতি হাতড়ে বলল গোয়েন্দাপ্রধান। ও-ও আগেই বেরিয়ে এসে কাজটা সারতে পারে।
সন্দেহ তালিকার নামগুলো একে একে মনে করল কিশোর।
মারি বানি ক্লাসে থাকতে চায়নি। ও কি মুসার স্কি সরিয়েছে? জ্যাকর্যাবিট ক্লাসে ঢুকবার জন্য ও-ই কি মুসাকে ঠেলে ফেলে দিয়েছিল?
হতে পারে, ভাবল কিশোর। কাজটা উডিও করে থাকতে পারে। কেন? ভাইকে সাহায্য করবার জন্য।
কিন্তু বিল তোমার স্কি সরাতে যাবে কেন, মুসা? প্রশ্ন করল কিশোর।
কে জানে, বলল মুসা। হয়তো ওর স্কিইং পছন্দ নয় বলে চায় না অন্য কেউ এনজয় করুক।
দীর্ঘশ্বাস ফেলল কিশোর। এখন আর ভাবনা-চিন্তা করতে ভাল লাগছে। না।
এখনও রহস্যটার সমাধান করতে পারলাম না, হতাশ কণ্ঠে বলল।
মুসা ওর লকেটটা স্পর্শ করল।
কিন্তু আমার লকেটটা তো খুঁজে পেয়েছ, বলল ও। অন্তত আমার দুর্ভাগ্যের অবসান হবে।
তাই যেন হয়, বলল গোয়েন্দাপ্রধান। কিন্তু মনের গভীরে কু-ডাক ডাকছে ওর কপালে আরও দুর্ভোগ আছে ওদের।
.
স্কি লিফট চেয়ারের এক কোনা দিয়ে পা ঝুলিয়ে বসে আছে রবিন। চট করে দৃষ্টি ফিরিয়ে নিল ও।
বাপরে! অনেক নিচু!
বানি ক্লাস সারা সকাল প্র্যাকটিস করেছে। স্কি লিফটে এই প্রথম চড়বার সুযোগ পেয়েছে ওরা।
এটা অতটা খারাপ লাগছে না, বিল মারিকে বলছে, শুনতে পেল কিশোর। ওদের পিছনের চেয়ারে রয়েছে ওরা।
তেমন ভাল লাগারই বা কী আছে, দ্বিমত প্রকাশ করল মারি। স্রেফ একটা চেয়ার লিফট বই তো নয়।
মারি কোন কিছুতেই খুশি হওয়া যাবে না ভেবে নিয়ে গোঁ ধরে বসে আছে, মনে মনে বলল গোয়েন্দাপ্রধান।
চূড়ায় পৌঁছে, সেফটি বার তুলে দিল কিশোর ও রবিন। স্কি পায়ে সিধে উঠে দাঁড়িয়ে হড়কে নেমে এল লিফট থেকে। জুলিয়ার পাশে গিয়ে থেমে দাঁড়াল।
সবাই রেডি তোমরা? গোটা ক্লাস হাজির হলে বললেন জুলিয়া। গুড। এসো, স্কি করা যাক!
উম, আমি কি হেঁটে নামতে পারব? রবিন প্রশ্ন করল।
নিশ্চয়ই পারবে, বলল কিশোর।
স্কি ক্রস হয়ে না গেলেই হলো, বাতলে দিল বিল।
মারি ঠেলেঠুলে লাইনের সামনে চলে এল।
আমি আগে। আমি চাই না কেউ আমার সামনে হুমড়ি খেয়ে পড়ুক আর আমাকেও পড়তে বাধ্য করুক।
শ্রাগ করলেন জুলিয়া।
বেশ তো, যাও।
হাসি ফুটল ওর মুখে। পোলে চাপ দিয়ে ঢাল বেয়ে নামতে লাগল।
কিশোরের পালা এলে, বুক ভরে শ্বাস টানল ও। তারপর নামতে শুরু করল।
অসম্ভব দ্রুত গতিতে নেমে যাচ্ছে ও! মুহূর্তের জন্য ভড়কে গেল। কিন্তু এই ছুটিতে অনেক কিছু শিখেছে। গতি ধীর করে আনতে পেরে মনটা খুশি হয়ে উঠল ওর।
বিকেলের বাকি সময়টুকু ঢাল বেয়ে নামা অনুশীলন করল ওরা।
তোমরা সবাই খুব ভাল করেছ, ক্লাস শেষে প্রশংসা করলেন জুলিয়া। কাল সকালে স্কিইং প্রতিযোগিতা আছে। তারপর মাউন্টেনটপ কাফেতে পুরস্কার বিতরণী।
আপনাকে অনেক ধন্যবাদ, টিচার, হাসি মুখে বলল কিশোর। সময়টা দারুণ এনজয় করেছি।
হ্যাঁ, সুর মেলাল বিল। যতটা খারাপ লাগবে ভেবেছিলাম স্কিইং ততটা খারাপ না।
হাসি ফুটল জুলিয়ার মুখে।
শুনে খুশি হলাম। পুকুরের ধারে আজ রাতে দেখা হবে, স্কেটিং পার্টিতে। আঙুল তুলে দূরে পুকুরটা নির্দেশ করলেন। গুড লাক টুমরো!
মারি তুষারে পোল দাবিয়ে রওনা হলো।
আমার ভাগ্যের প্রয়োজন নেই, কাঁধের উপর দিয়ে বলল। কারণ আমি জিততে চলেছি। তোমরা সব হারু পাট্টি।
.
সে রাতে ছেলেরা স্কেটিং পার্টিতে পৌঁছবার পর, মুসা ঝটপট স্কেট পরে নিয়ে আইস হকি খেলতে গেল।
কিন্তু স্কেটের ফিতে লাগাতে অনেক সময় নিয়ে নিল কিশোর আর রবিন।
কিশোর লক্ষ করল, একাকী এক খাবারের টেবিলের পাশে দাঁড়িয়ে মারি। ড্রিঙ্ক আর স্ন্যাকস দেখা যাচ্ছে টেবিলের উপর।
এক কাজ করা যাক, ফিসফিস করে বলল কিশোর। মারির জন্যে একটা। ফাঁদ পাতি।