.
মাউন্টেনটপ ক্যাফেতে এখন উত্তেজিত গুঞ্জনধ্বনি। বানি ক্লাসের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করলেন জুলিয়া।
রবিন জিতল সবচাইতে স্টাইলিশ স্কি প্রতিযোগীর পুরস্কার। বিল জিতে নিল মানসিকতা পরিবর্তনের জন্য সেরা পুরস্কার।
মারিকেও পুরস্কার দেওয়া হলো-বীরত্বের স্বীকৃতি। পড়ে যাওয়ার পরও ফিনিশ করেছে সে।
সব শেষে, যে পুরস্কারটার জন্য সবাই উদগ্রীব হয়ে অপেক্ষা করছ, ঘোষণা করলেন জুলিয়া।
সব দিক বিবেচনার পর বানি গ্রুপের সেরা স্কিয়ার নির্বাচন করা হয়েছে, বলে একটু বিরতি নিলেন টিচার, সবাই উৎসুক হয়ে অপেক্ষা করছে। কিশোর পাশাকে।
হাসি মুখে জুলিয়া টিচারের হাত ঝাঁকিয়ে দিল কিশোর।
ক্লাসের সবাই কোন না কোন পুরস্কার পেয়েছে। কেউ হারেনি।
এবার জ্যাকর্যাবিট ক্লাসের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শ্বাস বন্ধ হওয়ার জোগাড় হলো কিশোরের।
সবাই তোমরা কঠোর পরিশ্রম করেছ, বললেন ভিক্টর। তবে সবচেয়ে প্রতিশ্রুতিবান খেলোয়াড় হিসেবে বিচারকমণ্ডলী বেছে নিয়েছেন মুসা আমানকে।
খাইছে! কান অবধি হাসি পৌঁছল মুসার। পুরস্কার নিতে গেল হাসতে হাসতে।
কিম আর জিম পেল সবচেয়ে দ্রুতগামী যমজ স্কিয়ারের পুরস্কার। ছুটে গিয়ে পুরস্কার নিয়ে আবার ছুটতে ছুটতে ফিরে এল ওরা।
এবং বিচারকদের বিবেচনায় সেরা স্কিয়ারের পুরস্কার পাচ্ছে, বললেন ভিক্টর। উডি বোর্ডার।
উডির নাম ঘোষণা করা হলে হাততালি দিল কিশোর। কিন্তু মুখ গোমড়া। করে বসে রইল রবিন।
তিন গোয়েন্দার টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল উডি, লাফিয়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল মুসা।
কগ্রাচুলেশন্স, উডি!
উডির মুখের চেহারায় বিস্ময়ের অভিব্যক্তি।
সত্যি বলছ, মুসা?
নিশ্চয়ই, খোলা মনে বলল মুসা। তুমি ন্যায্যভাবেই কনটেস্ট জিতেছ। তুমিই এবারের সেরা খেলোয়াড়।
উষ্ণ ঝাঁকুনি দিল উডি মুসার হাত ধরে। তারপর গলা খাদে নামিয়ে বলল, আমি সত্যিই দুঃখিত, মুসা। আমাকে মাফ করে দিয়ো।
ঠিক আছে, ঠিক আছে, সহাস্যে বলল মুসা। আগামী বছর কিন্তু এমন কোরো না!
আর লজ্জা দিয়ো না, বলে পুরস্কার আনতে গেল উডি।
রবিনও এবার বন্ধুদের সঙ্গে যোগ দিল হাততালিতে।