হাতের আস্তিন দিয়ে চোখ মুছে বাবলু বাড়ির দিকে পা বাড়াল। দুটো কাঠের বল ওর পকেটে। আর, একটা মানুষ–যাকে ও খুব ভাল করে চেনে–যাকে দিয়ে ওর অনেক কাজ হবে–তাকে ও মনের এক কোনায় পুরে রেখে দেবে।
তার নাম শ্রীফটিকচন্দ্র পাল।
আনন্দমেলা, পূজাবার্ষিকী ১৩৮২
Page 21 of 21