ওসি সাহেব!
জি।
বর্ষার কোনো গান কী আপনার জানা আছে।
আমি গান জানি না ভাই। আমার স্ত্রী জানে। ওর গলা খুবই সুন্দর। একদিন যদি আসেন ওর গান শুনিয়ে দেব।
আপনার স্ত্রী বর্ষার কোনো গান করেন না? উনার কাছে শুনেছেন এমন একটা গান গুনগুন করে। ধরুন।
ওসি সাহেব গান ধরলেন—
এসো নীপবনে ছায়াবীথি তলে,
এসো করো স্নান নবধারা জলে।।
Page 29 of 29