- সূরার নাম: সূরা হাক্কাহ
- বিভাগসমূহ: ইসলামিক বই, কোরআন শরীফ
সূরা হাক্কাহ
আয়াতঃ 069.001
সুনিশ্চিত বিষয়।
The Reality (i.e. the Day of Resurrection)!
الْحَاقَّةُ
Alhaqqatu
YUSUFALI: The Sure Reality!
PICKTHAL: The Reality!
SHAKIR: The sure calamity!
KHALIFA: The incontestable (event).
=============
সূরা হাক্কা বা নিশ্চিত সত্য – ৬৯
৫২ আয়াত, ২ রুকু, মক্কী
[ দয়াময়, পরম করুণাময় আল্লাহ্র নামে ]
ভূমিকা : এই সূরাটি মধ্য মক্কান সূরা। “নিশ্চিত সত্য কখনও হারিয়ে যাবে না। তা অবশ্যই অসত্যের উপরে বিজয় লাভ করবে। সুতারাং জীবনে মিথ্যা প্রলোভন দ্বারা বিভ্রান্ত হবে না। আল্লাহ্র প্রত্যাদেশ প্রকৃত বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করে।
সূরা হাক্কা বা নিশ্চিত সত্য – ৬৯
৫২ আয়াত, ২ রুকু, মক্কী
[ দয়াময়, পরম করুণাময় আল্লাহ্র নামে ]
১। নিশ্চিত সত্য ৫৬৩৫।
৫৬৩৫। “Al- Haqqa” – নিশ্চিত সত্য। এই সেই অবশ্যাম্ভবী ঘটনা যা অবশ্যই ঘটবেই। সেদিন সকল ভান ও মিথ্যার আবরণ অপসারিত হয়ে প্রকৃত সত্য সর্বসমক্ষে উদ্ঘাটিত হবে। ধারাবাহিক তিনটি প্রশ্নের মাধ্যমে সেই অবশ্যাম্ভবী ঘটনার রহস্যকে উপস্থাপন করা হয়েছে। এই রহস্যের সমাধান হিসেবে আ’দ, সামুদ ও পৃথিবীর অন্যান্য প্রাচীন জাতিদের উল্লেখ করা হয়েছে। এ সব জাতি আল্লাহ্র সত্যকে প্রত্যাখান করেছিলো, ফলে তারা তাদের নিজেদের ধ্বংস ডেকে এনেছিলো এই পৃথিবীতেই যা তাদের পরলোকের মহাপ্রলয়ের প্রতীক স্বরূপ।
আয়াতঃ 069.002
সুনিশ্চিত বিষয় কি?
What is the Reality?
مَا الْحَاقَّةُ
Ma alhaqqatu
YUSUFALI: What is the Sure Reality?
PICKTHAL: What is the Reality?
SHAKIR: What is the sure calamity!
KHALIFA: What an incontestable (event)!
২। কি সেই নিশ্চিত সত্য ?
৩। ঐ নিশ্চিত সত্য তুমি কি ভাবে অনুধাবন করবে ?
৪। আ’দ ও সামুদ ৫৬৩৬ সম্প্রদায় অস্বীকার করেছিলো মহাপ্রলয় ৫৬৩৭
৫৬৩৬। প্রাচীন যুগের এই দুই প্রাচীন জাতির জন্য দেখুন সূরা [ ৭ : ৭৩ ] আয়াতের টিকা ১০৪৩ এবং [ ৭ : ৬৫ ] আয়াতের টিকা ১০৪০।
৫৬৩৭। শেষ বিচারের দিনের ভয়াবহতার এক বিশেষ বর্ণনা ‘Qaria’ শব্দটি সূরা নং ১০১ এর শিরোনাম।
আয়াতঃ 069.003
আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?
And what will make you know what the Reality is?
وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
Wama adraka ma alhaqqatu
YUSUFALI: And what will make thee realise what the Sure Reality is?
PICKTHAL: Ah, what will convey unto thee what the reality is!
SHAKIR: And what would make you realize what the sure calamity is!
KHALIFA: It is truly incontestable.
২। কি সেই নিশ্চিত সত্য ?
৩। ঐ নিশ্চিত সত্য তুমি কি ভাবে অনুধাবন করবে ?
৪। আ’দ ও সামুদ ৫৬৩৬ সম্প্রদায় অস্বীকার করেছিলো মহাপ্রলয় ৫৬৩৭
৫৬৩৬। প্রাচীন যুগের এই দুই প্রাচীন জাতির জন্য দেখুন সূরা [ ৭ : ৭৩ ] আয়াতের টিকা ১০৪৩ এবং [ ৭ : ৬৫ ] আয়াতের টিকা ১০৪০।
৫৬৩৭। শেষ বিচারের দিনের ভয়াবহতার এক বিশেষ বর্ণনা ‘Qaria’ শব্দটি সূরা নং ১০১ এর শিরোনাম।
আয়াতঃ 069.004
আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
Thamûd and ’Ad people denied the Qâri’ah [the striking Hour (of Judgement)]!
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ
Kaththabat thamoodu waAAadun bialqariAAati
YUSUFALI: The Thamud and the ‘Ad People (branded) as false the Stunning Calamity!
PICKTHAL: (The tribes of) Thamud and A’ad disbelieved in the judgment to come.
SHAKIR: Samood and Ad called the striking calamity a lie.
KHALIFA: Thamoud and `Aad disbelieved in the Shocker.
২। কি সেই নিশ্চিত সত্য ?
৩। ঐ নিশ্চিত সত্য তুমি কি ভাবে অনুধাবন করবে ?
৪। আ’দ ও সামুদ ৫৬৩৬ সম্প্রদায় অস্বীকার করেছিলো মহাপ্রলয় ৫৬৩৭
৫৬৩৬। প্রাচীন যুগের এই দুই প্রাচীন জাতির জন্য দেখুন সূরা [ ৭ : ৭৩ ] আয়াতের টিকা ১০৪৩ এবং [ ৭ : ৬৫ ] আয়াতের টিকা ১০৪০।
৫৬৩৭। শেষ বিচারের দিনের ভয়াবহতার এক বিশেষ বর্ণনা ‘Qaria’ শব্দটি সূরা নং ১০১ এর শিরোনাম।
আয়াতঃ 069.005
অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
As for Thamûd, they were destroyed by the awful cry!
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
Faamma thamoodu faohlikoo bialttaghiyati
YUSUFALI: But the Thamud,- they were destroyed by a terrible Storm of thunder and lightning!
PICKTHAL: As for Thamud, they were destroyed by the lightning.
SHAKIR: Then as to Samood, they were destroyed by an excessively severe punishment.
KHALIFA: As for Thamoud, they were annihilated by the devastating (quake).
৫। সামুদ জাতি ধ্বংস হয়েছিলো বজ্র ও বিদ্যুতের প্রলয়ংকরী ঝড় দ্বারা ৫৬৩৮।
৫৬৩৮। পৃথিবীতে বিভিন্ন জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের বিভিন্ন ধরণের পাপের কারণে। সামুদ জাতি ধনী ও গরীবের শ্রেণীবিন্যাস এতটাই আসক্ত ছিলো যে তারা গরীবকে মানুষের পর্যায়ে স্বীকৃতি দিত না। তারা গরীবকে শোষণ ও নির্যাতিত করতো। সালেহ্ নবী তাদের মাঝে আল্লাহ্র বাণী প্রচার করেন। এবং গরীবের অধিকারের প্রতীক স্বরূপ আল্লাহ্র তরফ থেকে একটি উষ্ট্রী আনায়ন করেন যার ধনীদের চারণ ভূমিতে এবং জলাশয়ে অধিকার থাকবে। দেখুন [ ৭ : ৭৩ ] আয়াতের টিকা ১০৪৪। কিন্তু সামুদ জাতির লোকেরা উষ্ট্রীটিকে বধ করে। ফলে এক প্রলয়ংকর বিপর্যয়ে তারা সকলে ধ্বংস হয়ে যায়।