চিত্ৰঋণ
বিশ্বভারতী, রবীন্দ্রভবন : অমিয়া দেবী, নন্দিতা দেবী, প্রতিমা দেবী, মাধুরীলতা দেবী, মীরা দেবী, সর্বসুন্দরী দেবী, সাহানা দেবী, সুজাতা দেবী, সুপ্রভা দেবী, সুশীলা দেবী, সৌদামিনী দেবী (গঙ্গো)।
বিশ্বভারতী, গ্রন্থনবিভাগ : জ্ঞানদানন্দিনী দেবী, প্রজ্ঞাসুন্দরী দেবী, মৃণালিনী দেবী, রেণুকা দেবী, স্বর্ণকুমারী দেবী, হিরন্ময়ী দেবী।
রবীন্দ্রভারতী, সংগ্রহশালা : বিনয়িনী দেবী, সুনয়নী দেবী, সুশীলা দেবী, হেমলতা দেবী।
অন্যান্য প্রতিষ্ঠান ও গ্রন্থ
আনন্দবাজার পত্রিকা: কাদম্বরী দেবী। ইন্দিরা সঙ্গীত শিক্ষায়তন : প্রতিভা দেবী। ঘরের মানুষ গগনেন্দ্রনাথ গ্রন্থ থেকে : সৌদামিনী দেবী। রবীন্দ্র রচনাবলী (১০ম খণ্ড) (পঃ বঙ্গ সরকার প্রকাশিত) থেকে : সারদা দেবী। সুরেন্দ্রনাথ ঠাকুর গ্রন্থ থেকে : সংজ্ঞা দেবী। To Whom গ্রন্থ থেকে : শোভনা দেবী।
ব্যক্তিগত সংগ্রহ :
অমিতা ঠাকুর : অমিতা দেবী। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় : মঞ্জুশ্রী দেবী (সুভাষ। চৌধুরীর সৌজন্যে)। চিত্রা ঠাকুর : চিত্রা দেবী। জয়ন্তমোহন চট্টোপাধ্যায় : উষাবতী দেবী। দ্বারকানাথ চট্টোপাধ্যায় : অভা দেবী, কমলা দেবী, সুনন্দিনী দেবী। পূর্ণিমা চট্টোপাধ্যায় : অপর্ণা দেবী, পারুল দেবী, পূর্ণিমা দেবী, সুরমা দেবী। প্রসূন মুখোপাধ্যায় : রমা দেবী। বাণী চট্টোপাধ্যায় : ইন্দিরা দেবী, নীপময়ী দেবী, প্রফুল্লময়ী দেবী, বাণী দেবী, সরলা দেবী, সুদক্ষিণা দেবী। ভাস্কর মুখোপাধ্যায় : অভিজ্ঞ দেবী, মনীষা দেবী, সুনৃতা দেবী, সুষমা দেবী। মেনকা ঠাকুর : উমা দেবী, মেনকা দেবী। শুভ রায় : মাধবিকা দেবী। শ্রীমতী ঠাকুর : শ্ৰীমতী দেবী। সুজাতা ভট্টাচার্য : সরোজাসুন্দরী দেবী। সুনন্দ সেন : জয়শ্রী দেবী (সুভাষ চৌধুরীর সৌজন্যে)। সুভাষ চৌধুরী: পূর্ণিমা দেবী। সুরূপা দেবী : সুরূপা দেবী।
রবীন্দ্রভারতী সংগ্রহশালা : ম্যাক্সমুলারের পত্র প্রতিলিপি।
বংশলতিকার সংযোজন
ঠাকুরবাড়ির বংশলতিকা প্রস্তুত হবার পর যাঁদের নাম আমরা জানতে পেরেছি এখানে তাঁদের নামের তালিকা দেওয়া হল।
গিরীন্দ্রনাথ ঠাকুরের বংশধারায় যেখানে রথীন্দ্রনাথ ঠাকুর (কাদম্বিনী ও যজ্ঞেশপ্রকাশ গঙ্গোপাধ্যায়) রয়েছেন সেই পরিবারের পর্ণ পরিচয় হল :
রথীন্দ্রনাথ ও অণিমা-র কন্যা রঞ্জিতা ও জামাতা জ্যোতিরঞ্জন মজমদারের পুত্র-কন্যার নাম ইন্দ্রজিৎ ও রীণা।
রথীন্দ্রনাথের পুত্র রাসেন্দ্রনাথ ও পুত্রবধ, শ্রীলেখার তিন কন্যার নাম মধুশ্রী, দীপশ্রী ও রপশ্রী।
দেবেন্দ্রনাথের বংশধারায় যেখানে সুশীলা (শরকুমারী ও যদকমল মুখোপাধ্যায়) রয়েছেন সেই পরিবারের ইলারাণী মুখোপাধ্যায়ের পর্ণ পারিবারিক পরিচয় হলঃ
রণেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মাধুরীলতার কন্যা ইলারাণী জামাতা মাখনলাল মুখোপাধ্যায়। তাঁদের জ্যেষ্ঠা কন্যা ভারতী জামাতা অম্বরেন্দ, চক্রবতী। এদের একমাত্র কন্যা নীতা জামাতা সমীর বন্দ্যোপাধ্যায়। এদের কন্যা স্মরণকা।
ইলারাণী ও মাখনলাল মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান অধীশ পুত্রবধ, রেবা। এদের পুত্র অভিজিৎ কন্যা সঙ্গীতা।
ইলারাণী ও মাখনলাল মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র অর্ণব পুত্রবধ কাবেরী। এদের দুই কন্যা সঞ্চিতা ও পারমিতা।