গোটা জগত জুড়ে মারামারি চলছে। কিছু মানুষ মারামারি ঠেকাতে রূপকথার আশ্রয় নেয়, ঈশ্বরের ভয় দেখিয়ে মানুষকে শান্ত করে। কিছু মানুষ আইন বানিয়েছে, শাস্তির ভয় দেখিয়ে মানুষের রক্তপিপাসা কমায়। কিছু শুভবুদ্ধির মানুষ ইস্কুল খুলেছে, মানুষকে খুনী না হওয়ার পরামর্শ দেয়। আজ যদি মানুষ জানে ঈশ্বর,ভগবান বা আল্লাহ বলে কিছু নেই, যদি জানে দেশে কোনও শাস্তির আইন নেই, মানুষ হত্যা করতে তারা আজই ঝাঁপিয়ে পড়বে। রক্তে ভেসে যাবে পৃথিবী। আমি বলতে চাইছি, মানুষ মূলত বর্বর, মূলত ভয়ংকর দানব। বলতে চাইছি, মানুষ অত্যন্ত নৃশংস বীভৎস প্রজাতি। হাতে গোনা কিছু শুভবুদ্ধির মানুষ সাধারণ মানুষকে পরামর্শ দেয় স্বভাব চরিত্র বদলাতে, নৃশংসতা বন্ধ করতে। এ অনেকটা সাপকে ছোবল না দেওয়ার পরামর্শ দেওয়ার মতো।
কেউ কেউ বলছে রাজনকে কামরুল নামের এক লোক যৌন নির্যাতন করতে চেয়েছিল, কিন্তু রাজন রাজি হয়নি বলে চুরির অপবাদ দিয়ে ওকে মেরেছে। কামরুল কয়েক লাখ টাকা পুলিশকে ঘুষ দিয়ে পালিয়ে যায় সৌদি আরবে। সৌদি আরবে তাকে ধরা হয়েছে। ধরা হয়েছে সম্ভবত মিডিয়া সরব ছিল বলে। তা না হলে কজন পালিয়ে যাওয়া ধর্ষক বা খুনীকে এভাবে ধরা হয়।
একবার আমি সচক্ষে দেখেছিলাম বাসের এক পকেটমারকে কী করে পিটিয়েছিল। বাসের যাত্রীরা। কারও পকেট থেকে দুটাকা চুরি করেছিল গরিব পকেটমার ছেলেটি। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বাসের কিছু যাত্রী ঝাঁপিয়ে পড়লো ছেলেটার ওপর। বাসের বাকি যাত্রীরা কী কারণে ছেলেটাকে মারছে না জেনেই আক্রমণে অংশ নেয়। কী ভীষণ আক্রোশ। পারলে ছেলেটাকে প্রাণে মেরে ফেলে। অন্যকে মারায় যে এত আনন্দ তা না দেখলে বিশ্বাস হতো না। মেরে ছেলেটার হাড়গোড় ভেঙেছিল। রক্ত বেরোচ্ছিল ছেলেটার নাক মুখ দিয়ে। তারপরও ওরা থামেনি। থামানোর চেষ্টা করে দেখেছি, আমিও মার খাচ্ছি। পৃথিবীর আর কোনও প্রাণী নিজেদের এভাবে অত্যাচার করে বলে আমার জানা নেই। মানুষই সম্ভবত একমাত্র প্রজাতি যে অন্য প্রজাতিকে শুধু নয়, নিজ প্রজাতিকেও নির্যাতন করে।
রাজনকে মারার ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে বলে রাজনের হত্যার বিরুদ্ধে আন্দোলন তীব্র হচ্ছে। যদি প্রতিটি অত্যাচারের, নির্যাতনের, ধর্ষণের, হত্যার ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়? মানুষ কি সব অন্যায়ের বিরুদ্ধে সরব হবে রাজনের মৃত্যুতে যেরকম সরব হয়েছে? এই প্রশ্নটি আমি ফেসবুকেই করেছিলাম। উত্তর যা এলো,তা দেখে আমি থ। ধর্ষণের ভিডিও পোস্ট করলে ধর্ষিতার প্রতি মায়া হওয়া আর ধর্ষকের বিরুদ্ধে রুখে ওঠার বদলে বরং এই ধর্ষণটাকে মানুষ নাকি উপভোগ করবে। পর্ন ছবিগুলো অনেকটা ধর্ষণের মতোই। আজকাল পর্ন ছবির বিজ্ঞাপনেও বলা হয় যে ভায়োলেন্স আছে, রেপ আছে, মেয়েদের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া আছে। শুধু ধর্ষণই কি উপভোগ করবে, হয়তো অত্যাচার আর খুনও উপভোগ করবে। কেউ কাউকে মারছে, এই দৃশ্য দেখতে তো মানুষের চিরকালই খুব ভালো লাগে। তাই তো ভায়োলেন্সের আর যুদ্ধের চলচ্চিত্র এত জনপ্রিয়।
কদিন পর রাজনকে মানুষ ভুলে যাবে। তার খুনীর কোনও বিচার হয়েছে কী না কেউ খবরও নেবে না। নতুন রাজনরা মরবে। মানুষ হয়তো জানবেও না। খুনীরা আর অত্যাচারীরা পার পেয়ে যাবে, যেমন পার পেয়ে যায়। গরিব মরলে বেশিরভাগ সময় মানুষ কোনও প্রতিবাদ করে না। গরিবের অপঘাতে মৃত্যুকে অস্বাভাবিক বলে কারও মনে হয় না। হঠাৎ হঠাৎ ব্যতিক্রম ঘটনা ঘটে। রাজন হত্যার বিচার চাওয়াটা ব্যতিক্রম।
মানুষকে মানুষ হলেই চলবে না, শুভবুদ্ধির মানুষ হতে হবে। তা না হলে মানুষ নামক প্রজাতির মধ্যে বর্বর আর হিংস্র মানুষ ছাড়া আর কেউই রইবে না।
এলোমেলো
একটা জিনিস আমি প্রায়ই খুব মিস করি। দরজায় হঠাৎ কারও কড়া নাড়া।
সেকালে এই কড়া নাড়াটা ছিল। যে কোনও দিন, যে কোনও সময়, যে কেউ প্রতিবেশী, আত্মীয় বা বন্ধু কড়া নাড়তো দরজায়। চা নাস্তা হতো, লাঞ্চ ডিনারও হতো। ঘরে দুধ চিনি না থাকলে পাশের বাড়ি থেকে ধার করে আনা হতো। সেকালে মোবাইল ছিল না, ল্যাণ্ড ফোনেরও ব্যবহার ছিল না খুব। অ্যাপোয়েন্টমেন্টের ব্যাপার ছিল না। এভাবেই দেখা হতো মানুষের। এভাবেই হঠাৎ দরজায় কড়া নেড়ে।
এখন সবকিছুই খুব ভালো। খুব গোছানো। সাজানো। এতে আমাদের স্বস্তি হয়, আমাদের সময় বাঁচে। এখন আমি জানি কখন কার সঙ্গে কবে কোথায় আমার দেখা হবে। কোনও চমক নেই। অপ্রত্যাশিত কিছু নেই। কিন্তু কেন জানি না, মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু আবার উল্টে দিই। আগের মতো এলোমেলো করে দিই।
এস
লুক্সেমবার্গের এস শহর সেদিন আমাকে সাম্মানিক নাগরিকত্ব দিল। যে শহর নিয়ে আমি কোনওদিন ভাবিনি, যে শহরে বাস করার জন্য আমি কাঁদিনি,সে শহর দিয়েছে সর্বোচ্চ সম্মান। আর যে সব শহরকে আমার শহর বলে বিশ্বাস করি, সেসব শহর থেকে পেয়েছি সর্বোচ্চ অসম্মান। গোটা ব্যাপারটাই কী রকম যেন রূপকথা রূপকথা লাগে।
এসব কী হচ্ছে দেশে?
দেশের খবর নিতে গেলেই আজকাল দেখছি মসজিদের ইমামরা শিশু ধর্ষণ করছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদের ইমাম মসজিদের ভেতরেই এক শিশুকে ধর্ষণ করেছে। সাতকানিয়ায় এক মসজিদের মুয়াজ্জিন ধর্ষণ করেছে আট বছর বয়সী এক শিশুকে। সিলেটের মৌলভীবাজারে এক মাদ্রাসা প্রিন্সিপাল নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে। আগে আমরা ভাবতাম মসজিদ মাদ্রাসার মৌলভীদের বিজ্ঞানবোধ না থাকলেও নীতিবোধ থাকে। এখন দেখছি সেটিও নেই। মাদ্রাসার হুজুরদের, মসজিদের ইমামদের সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে সমাজের লোকরা ভেবে আসছে বহুকাল। বাবা মারা নির্দ্বিধায় নিজেদের সন্তানকে সঁপে দেন ওদের হাতে। ওরা অসহায় নিরীহ শিশুদের ধর্ষণ করতে দুবার ভাবে না। শিশুদের শারীরিক এবং মানসিক অত্যাচার করে নিশ্চিন্তে নির্ভাবনায়। অনুমান করতে পারি কতটা বর্বর হলে, কতটা কুৎসিত হলে, কতটা নৃশংস হলে শিশু ধর্ষণে উদ্যোগী হয় পুরুষরা! অথচ ওরা নাকি দিনরাত আল্লাহর নাম জপে, আল্লাহর কালাম পড়ে, আল্লাহর সেবায় নিয়োজিত। আল্লাহ কি শিশু ধর্ষণ পছন্দ করেন? আল্লাহ কি ওই ইমামদের উপদেশ দিয়েছেন শিশুদের ধর্ষণ করার জন্য? আমার তো ভয় কখন ওরা বলে বসে আল্লাহ বলেছেন ধর্ষণ করতে। কিছুদিন আগে আইসিসের জঙ্গীরা বললো, আল্লাহকে ধন্যবাদ আমাদের বিধর্মী মেয়েদের ধর্ষণ করতে দেওয়ার জন্য।