Site icon BnBoi.Com

লিরিকগুচ্ছ – মহাদেব সাহা

লিরিকগুচ্ছ - মহাদেব সাহা

০১

আমি নিরিবিলি একলা বকুল
তাতে কার ক্ষতি সামান্য ফুল
যদি ঝরে যাই!
ভালোবেসে তবু এই উপহার
ঝরা বকুলের ঝরা সংসার
যেন রেখে যাই!

০৩

কবির কি আছে আর
ভালোবাসা ছাড়া,
সমস্ত উজাড় করে
হাতে একতারা।

০৫

তোমার বিষণ্ন মুখ দেখে মনে হয়,
সব ফুল ঝরে গেছে পৃথিবীতে বড়ো দুঃসময়!

০৭

আর যে-ই হোক, ভালোবাসা, আমি
তোমার যোগ্য নই-
তুমি যে বিমুখ সে-দুঃখ তাই
নিজেই নীরবে সই।

০৯

তুমি দিয়ে শুরু একটি বাক্য
শেষ তার তুমিহীন-
একেই আমরা বলেছি তো প্রেম,
বিচ্ছেদ চিরদিন।

১১

ভালোবাসার একটিও উদ্ধৃতি যদি দিতে চাই,
মনে হয় বড়োই অযোগ্য সব কিছু।

 ১৩

তোমার চোখে যে এতো জল
আর এতো ব্যাকুলতা-
সব বুঝি তবু বুঝি নাই
এই সামান্য কথা!

 ১৭

অভাব দিয়ে প্রিয়, তোমার
মুছিয়ে দিলাম মুখ,
ফোটেনি ফুল, ঝরেনি জল
ভেঙেছে যতো বুক!
তোমার চেয়ে সে-কথা ভালো
কে আর জানে প্রিয়,
না-থাকাগুলি দিয়েই তোমায়
করেছি স্মরণীয়!

২২

শরীর জুড়ে আমার শুধু
ভালোবাসার গন্ধ
কেউ বা তাকে ভালো বলে
কেউ বা বলে মন্দ;
আকাশে মেঘ হৃদয়ে ঝড়
যতোই চলে দ্বন্দ্ব
তুমি ঠিকই জানো আমি
ভালোবাসায় অন্ধ!

 ২৩

কী অর্থ ধারণ করো তুমি
কোন অর্থবহ,
আমি তো বুঝেছি মাত্র তুমি অর্থ
অনন্ত বিরহ!

৩২

তোমাকে দুচোখ মেলে
দেখেছি যে মাত্র একবার
সমস্ত জীবনের শুধু
এইটুকু সাফল্য আমার!

Exit mobile version