Site icon BnBoi.Com

বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয় – অতুল সুর

বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয় – অতুল সুর

বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয় – এক

অতি প্রাচীনকাল থেকেই নানা জাতির লোক নানা দিগ্‌দেশ হতে এসে ভারতের মহাক্ষেত্রে মিলিত ও মিশ্রিত হয়েছে। এই মিশ্রণ ও মিলনের ফলে ভারতের বিভিন্ন অংশের অধিবাসীদের নৃতাত্ত্বিক জ্ঞাতিত্ব নিরুপণ করা বর্তমানে সহজসাধ্য ব্যাপার নয়। তা হলেও ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের নৃতাত্ত্বিক জ্ঞাতিত্ব নিরুপণের একটা চেষ্টা আমরা এখানে করব।

নৃতাত্ত্বিক জ্ঞাতিত্ব নিরুপণের জন্য প্রধানতঃ তিনটি বিষয়ের উপর নির্ভর করতে হয়—

১. প্রাচীনতম মানবের কঙ্কালাস্থি।
২. জাতি ও উপজাতি সম্পর্কে প্রাচীন সাহিত্য ও ঐতিহাসিক নজির।
৩. বর্তমানে দৃষ্ট জাতিগুলির নৃতত্ত্বমূলক বৈজ্ঞানিক পরিচয়।

Exit mobile version