Site icon BnBoi.Com

কবীর – প্রথম খণ্ড – ক্ষিতিমোহন সেন

কবীর – প্রথম খণ্ড – ক্ষিতিমোহন সেন

কোই রহীম কোই রাম বখানৈ

কোই রহীম কোই রাম বখানৈ,
কোই কহে আদেস।
নানা ভেষ বনায়ে সরৈ মিল,
ঢূঁর ফিরৈ চহু দেশ।।
কহৈ কবীর অন্ত না পৈহো
বিনা সত্য উপদেশ।।

–কেহ বলেন রাম আমার উপাস্য, কেহ বলেন আমার উপাস্য রহিম, কেহ বলেন প্রত্যাদেশই আমার চালক, এইরূপে সকলে নানা ভেখ ধারণ করিয়া চারিদিকে ঘুরিয়া মরিতেছেন। কবীর বলেন, সত্য জ্ঞান ভিন্ন কখনই সেই রহস্যের অন্ত পাইবে না।

Exit mobile version